• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারী টি-টোয়েন্টি সিরিজ

আশা জাগিয়েও বাংলাদেশ হারল আয়ারল্যান্ডের কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:২৯ পিএম
আশা জাগিয়েও বাংলাদেশ হারল আয়ারল্যান্ডের কাছে
দিলারা ও সোবহানার শতরানের ওপেনিং জুটির পরও বাংলাদেশ হেরে যায়। ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে দারুণ ফুরফুরে মেজাজে ছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তিন ম্যাচের ওয়ান🍸ডে সিরিজে আয়ারল্যান্ড দলকে সব ম্যাচেই হারিয়ে দেয় বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টিতে নামে স্বাগতিক দলের মেয়েরা। তবে সিলেটে বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাত্র ১২ রানে পরাজিত হয় বাংলাদেশ। বাজে ফিল্ডিংয়ের কারণে আইরিশদের স্কোর বড় হয়। ফালে  ভালো বোলিং ও ব্যাটিং করেও জিততে পারেনি বাংলাদেশ। আশা জাগিয়েও হারলো স্বাগতিকরা। 

১৭০ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের ওপেনিং দুই ব্যাটার দিল🦹ারা আক্তার ও সোবহানা মোশতারি। দলের ১০৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। সোবহানা ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করে আউট হন। অধিনায়ক নিগার সুলতানা জꦛ্যাতি মাত্র ৪ রান্ আউট হন। দিলারা মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ২টি করে চার ও ছক্কায় ৪১ বলে ৪৯ রান করে ফিরে যান তিনি। তাজ নেহার ১৪ বলে ১৯ রান করে আউট হন। শারমিন আক্তার সুপ্তা অপরাজিত ২৩ রান করেন। টার্গেট বড় হওয়ায় শেষ পর্যন্ত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। 

আয়ারল্যান্ডের আরলিন কেলি &🍨nbsp;ও প☂্রেন্ডারগাস্ট ৩টি করে উইকেট পান।

জ্যোতির দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী আয়ারল্যান্ড দলের অধিনায়ক গ্যাবি লুইস। সিলেট আন্ꦫতর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপু𓆏র ২টায়।

এর আগে, আইরিশ নারী দল প্রথমে ব্যাট করে ৫ ওভারে ১৬৯ রান তোলে। অবশ্য বাংলাদেশের ফিল্ডাররা কমপক্ষে ৭/৮টি সহজ ক্যাচ মিস করেন বলেই প্রতিপক্ষের স্কোর বড় 🃏হয়। সফরকারী দলের লেহ পল মাত্র ৪৫ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন। অধিনায়ক লুইস ৬০ রান করেন ৪২ বলে ๊৭টি চার ও ২টি ছক্কায়।

বাংলাদেশের জাহানারা আলম, ফারিহা ত্রিশা, জান্নাতুল ফেরদৌস ও𝓡 নাহিদা আক্তার ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচসেরা হন বিজয়ী দলের লেহ পল। 

Link copied!