• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিমান ছিনতাইয়ে গিয়ে স্বামী নিহত, অবশেষে মুখ খুললেন সিমলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০১:৪২ পিএম
বিমান ছিনতাইয়ে গিয়ে স্বামী নিহত, অবশেষে মুখ খুললেন সিমলা
নায়িকা সিমলা। ছবি: সংগৃহীত

জাতীয় চলাচ্চত্র💛 পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সিমলা। ‘ম্যাডাম ফুলি’ সিনেমার জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। গুণী এই অভিনেত্রীর ব্যক্তি জীবনে রয়েছে নানা ট্রাজেডি। তার মধ্যে অন্যতম ঘটনা বিমান ছিনতাই করতে গিয়ে স্বামী নিহ🌱ত হওয়ার ঘটনা।

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ূরপঙ𝓰্খী’ বিজি-১৪৭ উড্ডয়নের পর সিমলার স্বামী পলাশ আহমেদ বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়🔯ের চেষ্টা করেন। এ সময় তিনি কমান্ডো অভিযানে নিহত হোন। 

এরপর পুলিশের তদন্তে জানা যায়, ২০১৮ সালের ৩ ম🐎ার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় 𝄹ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেই ‘হতাশা’ থেকে বিমান ‘ছিনতাইয়ের’ চেষ্টা করেন পলাশ।

এ ঘটনায় অভিনেত্রী সিমলাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর মনে হ𒊎য়েছিল পলাশের মানসিক সমস্যা আছে। তাই ডিভোর্স দিই। তবে কেন বিমান ছিনতাইয়ের চেষ্টা ক🥂রতে গেছেন, সেটা বলতে পারছি না।

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা টক অব দ্যা টাউনে পরিণত হয়েছিল সে সময়ে। উড়ো🌌জাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে আদালতে জমা দেয় পুলিশ।

তদন্তে মোট ৭৯ জনের সাক্ষ্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা গেছে, সাবেক স্ত🍰্রী চিত্রনায়িকা শামসুন নাহার সিমলা ডিভোর্স দেয়ার পরই হতাশা থেকে বিমান ‘ছিনতাইয়ের’ নাটক করেন পলাশ।

এরপর সময় গড়িয়েছে, সিমলাও তার ব্যক্তিগত জীবনেꦺ ব্যস্ত হয়ে🔯 পড়েছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে আবারও কথা বলতে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই নায়িকাকে।

সিমলা বলেন, ‘পৃথিবীতে ভালোবাসার জন্য এই ধরণের কোনো ঘটনা ঘটেছে কি না বলতে পারি না, তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না। কারণ এটা আমার জন্য কষ্টের। আ🦩মি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই 🐠না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট।’

‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই অভিনেত্রীর বয়স চল💎্লিশ পার হলেও  অভিনয়ে ফিরতে চ⭕ান। জানালেন, যেকোনো চরিত্র পেলেই অভিনয় করবেন। সেটা নায়িকা হোক কিংবা পার্শ্বচরিত্র, আপত্তি নেই।

Link copied!