• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্টগার্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০১:৫৯ পিএম
আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্টগার্ড

ভারতের হাতে আটক বাংলাদেশি ৭৮ নাবিক ও জেলেসহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে𝔉 সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও𒁃 এক্স হ্যান্ডলে তিনটি ছবি প্রকাশ করা হয়।

ফেসবুকের ‘ইন্ডিয়ান কোস্টগার্ড’ পেজে প্রকাশিত ছবির ক্যাপশনে লেখা ছিল, “ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে𝓡 এক অভিযানে ট্রলার ২টিসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।”

প্রকাশিত একটি ছবি🍷তে দেখা যায়, আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে আছেন ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায়, সাগরে চলছে 𝄹বাংলাদেশের দুটি ট্রলার।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই দুটি নৌযান হলো এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। অপর দিকে এফভি মেঘনা-৫ নামের ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকান🔜াধীন।

Link copied!