• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২০.০৪ সেকেন্ডে ২০০ মিটার পার, কে এই নতুন বিশ্ব গতিদানব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১২:৫৩ পিএম
২০.০৪ সেকেন্ডে ২০০ মিটার পার, কে এই নতুন বিশ্ব গতিদানব
অজি স্প্রিন্টার গাউট। ছবি: সংগৃহীত

জামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল♔্ট একটা সময় গোটা বিশ্ব শাসন ক💧রে গেছেন। ইওহান ব্লেক থেকে মাইকেল গ্যাটলিন, টাইসন গে, চ্যালেঞ্জার অনেক ছিল। কিন্তু চ্যাম্পিয়ন ছিলেন একজনই, তিনি স্প্রিন্টার বোল্ট। তবে হঠাৎ করেই তার কথা আসার কারণ একটা রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে অল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেখানেই বোল্টের ২০০ মিটারের যুব রেকর্ড ভেঙে গেল। 

অস্ট্রেলিয়ার ১৬ বছর বয়সী স্প্রিন্টার গাউট ২০০ মিটার দৌড়ে ভেঙে দিဣয়েছেন ১൩৯৬৮ সালে পিটার নরম্যানের করা জাতীয় রেকর্ডকও।

১৯৬৮ অলিম্পিকে ২০.০৬ সেকেন্ডে নিজের ২০০ মিটার দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার নরম্যান। ৫৬ বছর পর গাউট এই দৌড় শেষ করতে সময় নিয়েছেন মাত্র ২০.০৪ সেকন্ড। যা🅰 বোল্টের যুব রেকর্ডের থেকেও ভালো। ২০০৩ সালে বার্বাদোসে বোল্ট ২০.১৩ সেকন্ড সময়ে দৌড় শেষ করেছিলেন। তার থেকেও কম সময়ে ২০০ মিটার দৌড়ে শেষ করে নজির গড়লেন গাউট। 

বোল্ট🦩 অবশ্য নিজের সিনিয়র ক্যারিয়ারে ২০০ মিটা🧔রে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন অলিম্পিকে, দৌড়েছেন ২০ সেকেন্ডের কমেই।

ব্রিসবেনে জন্মানো ১৬ বছর বয়সী গাউটে♑র রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে স্বয়ং বিশ্ব অ্যাথলেটিক সংস্থাও। নিজের এমন পারফরমেনসের পর ꧃বিস্মিত ছোট্ট ছেলে গাউটও। তিনি তো বলেই ফেললেন, ‘এই যে সেকেন্ডের সময়গুলো বলা হচ্ছে, এগুলো তো ওরা বড় বেলায় করেছে। আমি তো এখন একদমই বাচ্চা। আমি যেভাবে দৌড়াচ্ছি, তাতে ভবিষ্যৎে ভালো কিছু হতে পারে বলে আশা রাখছি।’

দক্ষিণ সুদান থেকে গাউটের পরিবার🌳 অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন কর্মসূত্রে। সেই থেকে গཧাউটরা অস্ট্রেলিয়ান।

😼এর আগে, শুক্রবার অস্ট্রেলিয়ার এই স্প্রিন্টার নিꦡজের ১০০ মিটার দৌড় শেষ করেন ১০.০৪ সেকন্ডে।

চলতি মাসের শেষেই নিজের ১৭তম জন্মদিন পালন করবেন গাউট। কয়েকদিন পরই ১০০ মিটারে অলিম্পিক সোনা জেতা দৌড়বিদ নোয়াহ লাইলসে🧸র সঙ্গে তিনিও যুক্তরাষ্ট্রে ট্রেনিংয়ের জন্য যাবেন।

Link copied!