• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়েতে চলছে মিনিমালিস্টিক সাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:১৬ পিএম
বিয়েতে চলছে মিনিমালিস্টিক সাজ
ছবি: সংগৃহীত

শীতের মৌসুম মানেই বিয়ের ধুম। আর বিয়ে মানেই জমকালো সাজ। বিয়ে নিজের বিয়ে হোক বা বন্ধুর, জমকালো সাজ তো থাকেই। কিন্তু এখন ট্রেন্ড বদলেছে। জমকালো নয়, বরং ছিমছাম সাজেই নজর কাড়ছেন কনে আর কনের বন্ধুরা। যদিও বাঙালি কনেরা লাল বেনারসি পরেও ছিমছাম লুকে ধরা দিচ্ছেন। আর এই লুকের নাম হচ্ছে মিনিমালিস্টিক মেকআপ।
বরཧ্তমান সময়ে বি��য়েবাড়ি হোক বা কোনও পার্টি, হালকা মেকআপেই বাজিমাত করছেন নারীরা। এমনকি গাঢ় রঙের পোশাকও পরছেন না। হালকা রঙের পোশাকের সঙ্গে ন্যাচারাল লুকে থাকতেই পছন্দ করছেন। তাই এবারের শীতে আপনিও যদি ‘মিনিমালিস্ট’ লুক চান, কাজে লাগাতে পারেন মেকআপের কয়েকটি টোটকা।

মেকআপ করার আগেই মুখ ধুয়ে নিন। এরপর ময়েশ্চারাইজ়ার মেখে নিন। প্রথমে একবার সেটিং স্প্রে ব্যবহার করুন। তার পর প্রাইমার মাখুন। চোখের নীচে এবং মুখের যে যে অংশে দাগছোপ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। ব্রণ হলে সবুজ, দাগছোপ থাকলে কমলা রঙের কনসিলার ব্যবহার করুন। চোখের উপরও কনসিলার লাগি🔯য়ে নিন। এরপর বেজ বা হালকা ব্রাউন শেডে আইশ্যাডো ব্𝔉লেন্ড করে নিন।

‘মিনিমালিস্ট’ ♏লুকে স্মোকি আই করা যাবে না। আইলাইনারও বাদ দিতে পারেন। তবে মাসকারা লাগিয়ে নিন। ফাউন্ডেশন ব্যবহার করুন। গায়ের রঙের থেকে এক শেড বেশি কিংবা গায়ের রঙ যেমন তেমনই শেড ব্যবহার করুন। ফাউন্ডেশন খুব ভালো করে ব্লেন্ড করতে হবে।

লুজ় পাউডার দিয়ে༺ ফাউন্ডেশন সেট করুন🙈। ব্রোঞ্জার দিয়ে কনটোরিং করুন। এতে আপনি ডাবল চিনও ঢেকে নিতে পারেন। চিক বোন, কপাল, নাক, চোখের নীচের হাড়ে হাইলাইটার লাগিয়ে নিন। পাশাপাশি দু’গাল ব্লাশে রাঙিয়ে নিন। শেষে ন্যুড শেডের লিপস্টিক ও গ্লস লাগিয়ে নিন। গ্লোয়িং লুক না চাইলে গ্লসও পরতে হবে না। শুধু ম্যাট লিপস্টিক লাগিয়ে নিন। মেকআপ শেষে মুখে সেটিং স্প্রে করুন। যা মেকআপ দীর্ঘস্থায়ী করবে।

বিয়ের সাজের অন্যতম অংশ হলো মেহেন্দি। কিন্তু কনের হাতে মেহেন্দির রং না হলে মন তো খারাপ হবেই। প্রাকৃতিক মেহেন্দির রং গাঢ় হতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।𝓰 তাই  সঠিক মেহেন্দি বাছুন। রাসায়নিক উপাদানযুক্ত মেহেন্দির ব্যবহার না করাই ভালো। মেহেন্দি পরার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। কারণ পরিষ্কার হাতে মেহেন্দির রং ভালো হয়।

বাড়িতে মেহেন্দি তৈরি করে নিতে পারেন। মেহেন্দির সঙ্গে কফির গুঁড়ো কিংবা বিটের রস যোগ করুন। তা হলে মেহেন্দির রং গাঢ় হবে। মেহেন্দি পরার পর তাতে তাপ প্রয়োগ করলে রং গাঢ় হয়। নিরাপদ দূরত্ব থেকে ব্লোড্রায়ার দিয়ে তাপ দিতে পারেন। এছাড়া লোহার কড়াই গরম করে ཧতাতে কয়েকটি লবঙ্গ গরম করে তার ভাপ ♛নিলেও মেহেন্দির রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হবে।

মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর লেবু এবং চিনির মিশ্রণ ব্যবহারের পরে ভাপ নিতে হবে। এতে গাঢ় রং হবে। বিয়েতে কনের সাজে যতটা ন্যাচারাল থাকবেಌ, ততই প্রাণবন্ত লাগব﷽ে।

Link copied!