জোর করে ভুল শিক্ষা দিয়ে 𓂃কিছুই অর্জন করা যায় না ব♏লে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নরসꦡিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়াম আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরꦕণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, “বিগত সরকার পাঠ্যপুস্তক নিয🅺়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বি♊কৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে। ফরাস♉িদের মতো কারাগারে ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে সꦐ্বাধীনতা এনে দিয়েছে।”
সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপ𒆙তিত্বে জাঁকজমক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের উপস্থিত ছিলেন।