• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিমান ভ্রমণে হ্যান্ড ল্যাগেজে যা নেওয়া যাবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:৪৫ পিএম
বিমান ভ্রমণে হ্যান্ড ল্যাগেজে যা নেওয়া যাবে না
সূত্র: সংগৃহীত

আরামাদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম বিমান। যেকোনো স্থানেই অল্প সময়ে পৌঁছানো যায়। বিদেশ ভ্রমণে তো বিমানে চড়তেই হয়। তবে দেশের অভ্যন্তরীণ কোথাও গেলেও বিমানে ভ্রমণ আরামদায়ক। তবে বিমান ভ্রমণের সময় কিছু নিয়ম থাকে। যারা নিয়মিত বিমান ভ্রমণ করেন তারা সব বিষয়ে ধারণা রাখেন। কিন্তু যারা প্রথমবার কিংবা অনেকদিন পরপর বিমান ভ্রমণে যাচ্ছেন,🌊 তাদের একটু ভুল হতেই পারে। বিশেষ করে কী নেওয়া যাবে, কী নেওয়া যাবে না, ফ্লাইটের কত সময় আগে উপস্থিত থাকতে হবে, বিমানের ভেতরে কী কী নিয়ম মানতে হবে- এমন অনেককিছুই অজানা থাকে।

বিমানের এয়ারলাইন্সের শর্ত অনুযায়ী নির্দিষ্ট ওজনের ল্যাগেজ নেওয়া যায়। যাত্রী দুই ধরণের ল্যাগেজ ক্যারি করতে পারেন। একটি হ্যান্ড ল্যাগেজ, যা যাত্রী💞 নিজের সঙ্গে রাখেন। আর বেশ কয়েকটি বড় ল্যাগেজ, যা যাত্রীকে আগেই বিমানের উঠানোর জন্য নির্দিষ্ট টোকেনের মাধ্যমে জমা দিতে হয়। এরমধ্যে হ্যান্ড ল্যাগেজ নিয়ে যাত্রী ফ্লাইটে উঠবেন। এই ‘হ্যান্ড ল্যাগেজ’ বা ‘চেক ইন ল্যাগেজ’-এ কিছু জিনিস নেওয়া যায় না। বিমান কর্তৃপক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকে। যা অনেকেই হয়তো জানেন না। যারা প্রথমবার বিমান ভ্রমণ করছেন, তাদের সুবিধার্থ হ্যান্ড ল্যাগেজের কী কী নেওয়া যাবে না, তা ধারণা দেওয়া হ♑লো এই আয়োজনে।

নারকেল

নারকেল দাহ্য প൲দার্থ। নারকেলে প্রচুর পরিমাণে তেল থাকে। তাই নারকেল থেকে ফ্লাইটের মধ্যে আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ছোট ছোট কুচি করে নারকেল কেটে নিলে চেক ইন ল্যাগে𒊎জে নেওয়ার অনুমতি পাওয়া যেতে পারে। তবে এটি নিয়ে অযথা ঝামেলায় না যাওয়াই ভালো।

খাবার

বিমান ভ্রমণের সময় অনেকেই খাবার সঙ্গে নিতে চান। কিন্তু জানেন কি, কোনও খাবার নিয়ে আপনি বিমানে উঠতে পারবেন না। কাঁচা হোক বা রান্না করা, কোনও মাছ-মাংসই চেক ইন ল্যাগেজে নেওয়া যাবে না। চাল, ডাল, আটা-ময়দার মতো খাদ্যসামগ্রীও নেওয়া যাবে না। তেল, অ্যালকোহল, ঘি, আচার, প্যাকেটজাত খাবার, গুঁড়ো মশলা ও গোটা মশলা নেওয়া যাবে না। বিমান সংস্থার নির্দিষ্ট নিয়ম থাকে। ব্যাগ গোছানোর আগে সেগুলো জেন♔🌠ে নিন।  করে নেবেন।

বৈদ্যুতিক যন্ত্র

কোনও রকম বৈদ্যুতিক যন্ত্র হ্যান🔯্ড ল্যাগেজে রাখা যাবে না। তবে ল্যাপটপ, ট্যাবলেট সঙ্গে নেওয়ার অনুমতি পাবেন। কিন্তু এসব ডিভাইসের পাওয়ার অফ রাখাই ভালো হবে। বিমানে ক্যামেরা নিয়ে উঠলেও ব্যাটারি আলাদা করে রাখতে হবে। অনেক এয়ারলাইন্স ড্রোন ক্যামেরা নিয়ে বিমানে ওঠার  অনুমতি দেয় না। তাই কোন যন্ত্র নিতে পারবেন এবং কোনটি নিতে পারবেন না তা আগেই জেনে রাখুন।

তরল পদার্থ

পানি কিংবা পারফিউম, কোনও তরল জাতীয় পদার্থ ১০০ মিলি-এর বꦚেশি চেক ইন ল্যাগেজে নেওয়া যাবে না। টুথপেস্ট, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, স্যানিটাইজার, লিপস্টিকসহ যে কোনও ধরনের তরল পদার্থ ১০০ মিলি-এর বেশি হলেই আপনাকে আটকে রাখবে। এসব জিনিস রেখেই আপন𓄧াকে বিমানে উঠতে হবে।

তীক্ষ্ণ বস্তু

যেকোনো তীক্ষ্ণ বস্তু, যেমন- ছুরি, কাঁচি, রেজার, নেইলকাটার কিংবা ধারালো বস্তু হ্যান্ড ল্যাগেজে নেওয়া যাবে না। ট্রেক পোল, টেন্ট স্টেকসও নেওয়ায় ন🎀িষেধাজ্ঞা রয়েছে।

 

Link copied!