শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্🃏দরে দুবাই থেকে আসা ২ যাত্রীর কাছ থেকে পরনের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্🌠বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসময় তাদের আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি-১৪৮ ফ্লাইটের বিমানের ভেতরে ঢুকে ২ যাত্রীকে তল্লাশি করে। এসময় তাদের কাছ থে𝓀কে স্বর্ণালংকারগুলো পাওয়া যায়।
যাত্রꦕীরা হলেন, ঢাকার মিরপুরের অনামিকা জুথী ও চট্ট𒈔গ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।
তথ্যটি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তাও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
অন𒁃ামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা যোগে দুবাই থেকে 🀅সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন।