• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অ্যাডিলেডে রোহিতরা, ব্রিসবানে হারমনপ্রীতরা অজিদের কাছে হারল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০২:১৩ পিএম
অ্যাডিলেডে রোহিতরা, ব্রিসবানে হারমনপ্রীতরা অজিদের কাছে হারল
ভারতের উইকেট পতনে অজি ফিল্ডারদের উল্লাস । ছবি : সংগৃহীত

রোববার একই দিনে একই দেশে⛄র কাছে দুই হার ভারতের। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ভারতীয় পুরুষ দল ১০ উইকেটে পরাজিত হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ব্রিসবানে ভ🥃ারতের নারী ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডেতে ১২২ রানের বড় ব্যবধানে হেরে যায় অজিদের কাছে।

টানা দুই জয়ে সফরকারী ꩲভারতের বিপক্ষে তিন ম্যাচের ও𒁃য়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে🉐 ব্যাটিং বিপর্যয়ের মাশুল দিয়ে ম্যাচ হারতে হয় ভারতের নারী দলকে। এবার সিরিজের দ্বি﷽তীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বড় রানের ইনিংস তাড়া করতে নেমে ফের একতরফাভাবে পরাজিত হয় ভারত।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৭১ রানের বিশাল ইনিংস গꦺড়ে তোলে। ভারতের বিরুদ্ধে নারীদের ওয়ানডে ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড🍌। জবাবে ভারত ২৪৯ রানে অলআউট হয়।

অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেন জর্জিয়া ভল ও এলিস পেরি। জর্জিয়া ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি সেঞ্চুরি করেন ৮৪ বলে। ꦜসাহায্য নেন ১২টি বাউন্ডারির। ৮৭ বলে ১০১ রান করে আউট হন জর্জিয়া।

পেরি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৭২ বলে। সাহায্য নেন ৬টি চার ও ৬টি ছক্কার। ভারতের বিরুদ্ধে নারীদের ওয়ানডে ক্রিকেটে 🐻এটি দ্রুততম শতরানের রেকর্ড। পেরি শেষ পর্যন্ত ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ১০৫ রান করে মাঠ ছাড়েন।

এছাড়া বেথ মুনি ৮টি বাউন্ডারির সাহায্🐈যে ৪৪ বলে ৫৬ রান করেন। ৬৩ বলে ৬০ রান করেন ফোবি লিচফিল্ড। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক তালিয়া ম্যাকগ্রা।

ভারতের হয়ে ৩💧ট🧜ি উইকেট নেন সাইমা ঠাকর। ২টি উইকেট নেন মিন্নু মনি।

জবাবে ওপেন করতে নেমে ভারতের রিচা ঘোষ হাফসেঞ্চুরি করেন। তিনি ৭২ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন। ৪২ বলে ৩৮ রান করেন অধিনায়ক হারমনপ্রীত কৌর। জ𒊎েমিমা রডরিগেজ ৩৯ বলে ৪৩ রান করেন। ৪৫ বলে ৪৬ রান করে নটআউট থাকেন𒊎 মিন্নু মনি।

অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ৩৯ রানে🎃 ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেগাল শুট, কিম গার্থ, অ্যাশলেই গার্ডনার, সোফি মলিনা ও অ্যালানা কিং। ম্যাচের সেরা হন এলিস পেরি।

Link copied!