• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমের ছলে গাছের সঙ্গে বেঁধে প্রেমিকের গোপনাঙ্গ কাটলেন তরুণী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:৩৯ পিএম
প্রেমের ছলে গাছের সঙ্গে বেঁধে প্রেমিকের গোপনাঙ্গ কাটলেন তরুণী

প্রেমের সম্পর্কের মধ্যে প্রেমিকাক༒ে ব্ল্যাকমেল করতে শুরু করেন প𓂃্রেমিক আব্দুর রহমান। আর এর প্রতিশোধ নিতে প্রেমিককে আদরের ছলে গাছের সঙ্গে বেঁধে তারা গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রেমিকা সোমাইয়া খাতুন।

আনন্দবাজার জানায়, শুক্রবার (৬ ডি𒁃সেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে💮র হাওড়ার ডোমজুড় থানা এলাকায়।

গুরুতর অবস্থায় প্রেমিক আব্দুর রহমানকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অন্য দিকে হত্যাচেষ্টার ꦉঅভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রেমিকা।

স্থানীয় সূত্রে খবর, আব্দুর এবং সোমাইয়ার দীর্ঘ দিনের সম্পর্ক। দুই বাড়িই সম্পর্কের কথা জানত। সম্প্রতি দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। তার মধ্যেই শুক্রবারের ওই ঘটনা। ওই💙দিন রাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান ওই সোমাইয়া। দুজনে বেশ কিছু ক্ষণ কথাবার্তা বলেন। গল্প করতে করতে আব্দুরকে বাড়ির কাছে বাগানে নিয়ে যান তিনি। সেখানে একটি গাছে প্রেম🧸িকের হাত-পা বাঁধেন। চোখও বেঁধে দেন। তারপর ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকের যৌনাঙ্গে কোপ বসান তরুণী।

আব্দুর রহমানের চিৎকারে আশপাশে💮র লোকজন জড়ো হন। সোমাইয়া স্বীকার করেছেন যে তিনিই 𝔍কাণ্ডটি ঘটিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা সোমাইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় সোমাইয়া জানিয়েছেন, তাকে ব্ল্যাকমেল করতেন প্রেমিক। তাই এই কাণ্ড করেছ🍰েন। যদিও কী নিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল তাকে, তা বিস্তারিত ভ⭕াবে জানা যায়নি।

হাওড়া সিটি পুলিশের ডিসিপি (দক্ষিণ) সুরিন্দর সিংহ বলেন, “হাওড়ার ডোমজুড় থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ পাওয়ার পরই ডোমজুড় থানার কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। চিকিৎসার জন্য ওই যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমিকাকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু ꦦকরেছে।”

Link copied!