• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১৭ বছর পর কিউইদের মাটিতে ইংরেজদের টেস্ট সিরিজ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১১:০৭ এএম
১৭ বছর পর কিউইদের মাটিতে ইংরেজদের টেস্ট সিরিজ জয়
নিউজিল্যান্ডের শেষ উইকেট পতনের পর উল্লসিত ইংল্যান্ডের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

এরআগে নিজেদের মাটিতে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ⛎৮ উইকেটে পরাজিত হয় স্বাগতিক নিউজিল্যান্ড দল। তাই ওয়েলিংটন টেস্ট ছিল নিউজিল্যান্ডের সমতায় ফেরার লড়াই। কিন্তু সেটা আর হলো না। বিশাল ব্যবধানে হেﷺরে সিরিজই খুইয়ে ফেললো কিউইরা।

তিন ম্যাচেಌর টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্টেও পাত্তা দেয়নি ইংল্যান্ড। তৃতীয় দিনেই মীমাংসীত ম্যাচে কিউইদের ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

এতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ🅠 জিতে নিয়েছে বেন স্টোকসের দল। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ প্রায় ১৭ বছর পর প্রথম টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। ২০০৮ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের মাটিতে শেষ বারের মতো টেস্ট সিরিজℱ জিতেছিল ইংল্যান্ড। ব্যবধানটা ছিল ২-১। 

৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ১৩০ বলে ১০৬ রান করে জো রুট আউট হলে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস। এতে নিউজিল্যান্ডের সাম💝নে লক্ষ্য দাঁড়ায় ৫৮৩ রানের। কিন্তু ২৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রুটের সেঞ্চুরি ছাড়াও বেথেল ৯৬ 🌺ও ডাকেট ৯২ রান করেন।

নিউজিল্যান্ডের সাউদি ও হেনরি ২টি করে উইকেট পান।

নিউজিল্যান্ডের দ্🌼বিতীয় ইনিংসে ব্লান্ডেল ১১৫ রানের সেঞ্চুরি করেন। আর নাথান স্মিথ ৪২ ও মিচেল ৩২ রান করেন।

ইংল🍸্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ৩টি এবং ওকস ও শোয়েব বশির ২টি করে উইকেট পান।

ইংল্যান্ডের হ্যারি ব্রুক ম্যাচস🧸েরা হন। &n♛bsp; 

হ্যামিল্টনে ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টেꩲস্ট ম্যাচ শুরু হবে।  

Link copied!