না♎রী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমাজে অসামান্য অবদানের জন্য ৪ বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া সা🔥খাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবꦍে উপস্থিত ছ♚িলেন প্রধান উপদেষ্টা।
এসময় ড. মুহাম্মদ𝔍 ইউনূস বলেন, “বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে, তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।”
বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন,
১. পারভীন হাসান, তিনি বাংলাদেশের🤡 একজন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় 💟মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
২) তাসলিমা আখতার, তিনি একজন বাংলাদ൲েশি💃 শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী।
৩) রাণী হামিদ, তিনি একজন বাংলাদেশি দাবাড়ু। তিনি বাংলাদেশের প্র🦹থম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টা▨র।
৪) শিরিন পারভিন হক, তিনি একজন নারী অধিকার করꦐ্মী। তিনি নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা।