হাং কাংয়ের দুটি কবিতা
দক্ষিণ কোরিয়ার এক লেখক-পি♏তার কন্যা ও লেখক ভ্রাতার বোন, তেপ্পান্ন বছর বয়সী হাং কাং (জন্ম ১৯৭০) এ বছর নোবেল পুরস্কার পেয়ে সমগ্র বিশ্বকে চমকে দিয়েছেন। যদিও পুরস্কারের স্বাদ তিনি এর আগেও একেবারে ♋কম পাননি। ২০১৬ সালেই তিনি তার বিখ্যাত উপন্যাস দ্য ভেজিটারিয়ানের ইংরেজি অনুবাদের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারে ভূষিত হন।