• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এশিয়া জয়ের যে অপূর্ব গল্প শোনালেন তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:৪৪ পিএম
এশিয়া জয়ের যে অপূর্ব গল্প শোনালেন তামিম
আজিজুল হাকিম তামিম। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল বিমানব্ন্দরে সোমবার গভী♛র রাতেও আনন্দমুখর পরিবেশে অপেক্ষায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের( বিবিসি) কর্মকর্তা ও সাংবাদিকরা। ঠিক রাত এগারোটায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপাজয়ী বাংলাদেশ দলে বহনকারী ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছায়। দারুণ এক আনন্দঘন মুহূর্ত দেখা গেল তখন।  

ফাইনালে আটবারের চ্যাম্পিয়ন ও এশিয়ার স♛েরা ক্রিকেট শক্তি ভারতকে ৫৯ রানের সহজ ব্যবধানে হারিয়ে শিরোপা অক্ষূণ্ণ রাখে টাইগার য𓆏ুবারা।

শুরুত𒊎ে বাংলাদেশের যুবাদের ফুল দিয়ে বরণ করে ন𝓰েন বিসিবির কর্তারা। পরবর্তীতে কেক কেটে শিরোপা উদযাপন করেন। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে এশিয়া জয়ের অপূর্ব গল্প শোনান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা তো চাট্টিখানি কথা নয়। বাংলাদেশের জন্যও এ যাত্রা ছিল কঠিন। সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে হয়েছিল ﷺবাংলাদেশের যুবাদের। ফাইনালে কঠিন প্রতিপক্ষ ভারত। তার আগে বাংলাদেশ নতুন শক্ত♋ি আফগানিস্তানকে হারায়।

তামিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্য✤াম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আ🧸ল্লাহ, আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

তিনি বলেন, ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল 💫করছি।’

দুবাইয়ে ফাইনাল চলাকালে গ্যালারিতে বসে তাকবির (আল্লাহ আকবার) দিতে থাকে বাংলাদেশি প্রবাসীরা। বিষয়টা নিয়ে তামিম বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের স💦মর্থনে যারা সকাল থেকে গ্যালারিতে হাজির ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।’

সেমিতে পাকিস্তানের সঙ্গে বাকযুদ্ধ হয়েছে বাংলাদেশের। একে অপরকে স্লেজিং করেছে। এ নিয়ে তামিম বলেন, ম্যাচ জয়ের জন্য স্লেজিংয়ের দরকার আছে। তামিম জানান, ‘‘ব্যাটিংয়ের সময় পাকিস্তানি বোলার তাকে প্রশ্ন করেছ𓂃িলেন, ‘বল দেখেছিস?’ পরের বলে ছক্෴কা মেরে আমি জবাবে দিই, ‘তুই বল দেখেছিস?’’

২০২৬ সালের🌠 যুব বিশ্বকাপ নিয়ে তামিম বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

Link copied!