• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্কারে মনোনীত ‘সন্তোষ’, উচ্ছ্বসিত সাহানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ১০:৫১ এএম
অস্কারে মনোনীত ‘সন্তোষ’, উচ্ছ্বসিত সাহানা
সাহানা গোস্বামী। ছবি: সংগৃহীত

৯৭তম একাডেমি পুরস্কারের সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছে হিন্দি ছবি ‘সন্তোষ’। আর এতে উচ্ছ্বসিত অভিনেত্রী সাহানা গোস্বামী।  খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে উচ্ছ্⛎বাস প্রকাশ করেন এই অভিনেত্রী।

প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚন, আমি অত্যন্ত গর্বিত। আমাদের টিমের জন্য বিশেষ করে সন্ধ্যা সুরির (ছবির পরিচালক) কাছে এটা উদ্‌যাপনের সময়। ছবিটি ভারত, বৃটেন এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। অন্য দেশ থেকে নির্বাচিত হলেও সাহানা মনে করেন, তাদের প্রাপ্তিতে ভারতীয়দের গর্বিত হওয়া উচিত।

অভিনেত্রীর কথায়, এটা আমার বা ওটা তোমার, এ ধরনের মানস🐻িকতায় বিশ্বাসী নই। এই ছবিতে একটা বড় ভারতীয় টিম কাজ করেছে। তাই ভারতীয়দের গর্বিত হওয়াই উচিত। দেশ বিচার না করে, গল্প বলা এবং বৈচিত্র্যের দিক থেকে আমাদের সমর্থন করা উচিত। গল্পের শিকড় যে ভারত, সেটা মনে রাখা উচিত। অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে আপাতত ১৫টি ছবি নির্বাচিত হয়েছে। অর্থাৎ বাকি ১৪টি ছবির সঙ্গে প্রতিযোগিতা সাহানাদের। অভিনেত্রী বলেন, আমরা যদি এඣর পরেও এগোতে পারি, তা হলে খুবই খুশি হবো। আর আমরা না পারলেও কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে কির💫ণ রাও পরিচালিত ছবি ভারতের সিনেমা ‘লাপাত্তা লেডিস’।

Link copied!