• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক অভিনেত্রী বাঁধন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০২:৪১ পিএম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক অভিনেত্রী বাঁধন
অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয়🐭 অভিনেত্রী ও লাক্স সুপারস্টার আজমেরী হক বাঁধন। পর্দায় কখনো তিনি গ্ল্যামারে পরিপূর্ণ, আবার কখনো বিভিন্ন নন-গ্ল্যামারাস চরিত্রে নজর কাড়েন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে সবার ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। বাঁধনের ব্যক্তি জীবনে ও রূপালী পর্দায় সাহসের সেই ছাপ সুস্পষ্ট। ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও তার সক্রিয় ভূমিকা দেখা গেছে। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যা﷽ণমুখী নানা সংস্থার সঙ্গে যুক্ত এই অভিনেত্রী।  


এবার বাঁধনকে দেখা যাবে আরেক নতুন পরিচয়ে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যা♎পী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আয়োজনে ৭৫ দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। এ উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন  আজমেরী হক বাঁধন। এই অভিনেত্রীকে দেখা যাবে উৎসবের ওমেন ফিল্মমেকার বিভাগে জুরির দায়িত্ব পালন করতে।

এ বিষয়ে অভিনেত্রী বাঁধন বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ ভালো লাগছে। দেশের🔯 কোনো উৎসবে প্রথমবার জুরি হিসেবে থাকতে পারছি। এর আগে আমি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছি। এ ছাড়া আরও বড় কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে। অনলাইনে জুরির কাজ করেছ🍸ি। সেখানে নানা রকম সিনেমা দেখেছি, নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

এর আগে বেলজিয়ামের ব্রাসেলসের আই অ্যাম টুমরো চলচ্চিত্র উৎসব ও ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে অনলাইনে জুরি হিসেবেꦕ দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী।

এই নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বলেন, “এর আগে ব্রাসেলসে অনলাইনে জুরির দায়িত্ব পালন করেছি। বেঙ্গালুরুর আয়োজনে যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যাওয়া হয়নি। সেখানেও পরে অনলাইনে দায়িত্ব পালন করেছি। এবার আমি ঢাকা ফিল্ম ফেস্টিꦑভ্যালে নিজে উপস্থিত থাকব। উৎসবে সিনেমা দেখব, অন্য জুরিদেಌর সঙ্গে আড্ডা হবে, সিনেমা নিয়ে কথা হবে, সেটি আমার জন্য ভীষণ এক্সাসাইটিং ব্যাপার।”

Link copied!