• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মোহনীয় রূপে জয়া, নেটিজেনদের মন্তব্যের ঝড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:০৬ পিএম
মোহনীয় রূপে জয়া, নেটিজেনদের মন্তব্যের ঝড়
অভিনেত্রী জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও প্রসংশা কুড়াচ্ছেন। দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি ব্যস্ꦅত থাকেন। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। যার প্রমাণ মেলে তার ফেসবুক ও ইনস্টাগ্রামে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন বা ভালো লাগা মুহূর্তের নানা স্থিরচিত্র-ভিডিও ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন এই নায়িকা।

শুক্রবার (২০ ডিসেম্বর)  জয়া তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। শীতের সময় জয়ার খ��োলামেলা ছবি যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর মন্তব্যের ঘর ভরে গেছে ইত📖িবাচক-নেতিবাচক কথায়।

সেরাবণি ফেরদৌস নামে একজন লিখেছেন, ‘মারহাবা!’। আরেক ভক্ত মজা করে লিখেছেন, ‘এগুলো দেখার পর আমার আর ঠান্ডা লাগছেনা। ভাꦜলই হইছে শীত𓃲ের কাপড় আর কিনা লাগবেনা।’

 আরেকজন ল🅰িখেছেন, ‘চন্দ্রমুখী আমি তো তোমার প্রণয়ে আসক্ত নই! তবে কি আমি তোমার আগুনে পুড়তে বসেছি?’। শফি নামে আরেকজন কমেন্টে লিখেছেন, ‘শীতের কাঁপন কমবে তোমার স্টাইলে।’

তবে বেশির ভাগ মন্তব্যই- শীতের সকালে উত্তাপ ছড়া✤চ্ছেন জয়া। অবশ্য এসব নিয়ে বরাবরে𝔉র মতো নিশ্চুপ জয়া।

প্রকাশিত ছবিগুলোতে নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা🌠 গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য।

যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার 𒆙এমন পোশাক নিয়ে কথা বলেছেন।

এদিকে বিজয়ের মাসে ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী জয়া আহসান। এর মধ্যে আরেকটি সুখবর দিলেন অভিনেত্রী। এবার রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার আরেক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক⛄্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

আগামী ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে উৎসবের মূল আসর। কবে ছ🍒বিটির প্রিমিয়ার হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অন🐎ন্যা চট্টোপাধ্যায়কে।

২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছܫে জয়া অভিনীত ‘নকশী কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান।

দেশের ൲প্রেক্ষাগৃহে সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি🍃 পায়।

Link copied!