• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিশু একগুঁয়ে আচরণ করলে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:৫০ পিএম
শিশু একগুঁয়ে আচরণ করলে যা করবেন
ছবি: সংগৃহীত

শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আচরণে নানা পরিবর্তন হয়। কখনও কখনও শিশু একগুঁয়ে আচরণ করে। যে কোনও বিষয়ে জেদ করে। মা বাবা যে নির্দেশনায় দিক না কেন সে তার মতই করে। এভাবে জেদ করলে তার ꦺমানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়।

তাই শিশুর আচরণ একগুঁয়ে হলে মা বাবার আচরণগত সতর্কতার প্রয়োজন। বিরক্ত না হয়ে ধৈর্য নꦬিয়ে তাকে সামলাতে হবে। চলুন, জেনে নেই♏ শিশু একগুঁয়ে আচরণ করলে কী করবেন-

  • অনেকে আছে শিশু জেদ করলে মা-বাবাও জেদ করে। তার সঙ্গে বাজে ভাবে কথা বলে। তাকে ভয় দেখায়। এটা করা ঠিক না। এতে তার জেদ বেড়ে যাবে। তাই শিশু যতই জেদ করুক না কেন আপনি নিজের মাথা ঠান্ডা রেখে তাকে বুঝান। তাকে মারধোর না করে ভুল জিনিসের জন্য জেদ করার পরিণাম ব্যাখ্যা করুন। তাকে এটা উপলব্ধি করারন যে কখনই তার জেদ পূরণ করবেন না।
  • ধৈর্য্য হারা না হয়ে শান্ত ভাবে তাকে বুঝান। তার সঙ্গে আপনিও জেদ করলে তার জেদ বরং বেড়ে যাবে। তাই শান্ত থাকুন।
  • অনেকে শিশু জেদ করলে অধৈর্য হয়ে তাকে তার চাওয়া জিনিস তাকে দিয়ে দেন। এতে শিশু আরও বেশি একগুঁয়ে হয়ে ওঠে। সে বুঝে যায় যে জেদ করলেই যা চাওয়া হবে সেটা পাওয়া যাবে। তাই জেদ করলেই যেটা তাকে দেওয়ার না সেটা দেওয়া যাবে না। এক্ষেত্রে শিশুর আচরণ সংশোধন করা ও সীমানা নির্ধারণ করা জরুরি।
  • যে কোন বিষয়েই তাকে বাধা দেবেন না। যেটা তার জন্য ক্ষতিকর সেটাতেই বাধা দিন। ছোট ছোট বিষয়ে শিশুদের বাধা দিলে আপনার গুরুত্বপূর্ণ কথা না মানতে জেদ করবে। তাতে তার ক্ষতিই হবে। মাঝে মধ্যে কাজে উৎসাহিত করার জন্য তাকে উপহার দিন। তাতে সে ভালো কাজে অনুপ্রাণিত হবে।
  • তাকে যা করতে বলছেন আপনিও তা করুন। শিশুরা অনুকরণ প্রিয়। আপনাকে দেখেই হয়ত সে শিখবে। তাই তাকে যা নির্দেশ করবেন আপনিও তা করুন। 
Link copied!