ꦆনানা রোগের মহষৌধ বলা হয়ে থাকে কালোজিরাক🐭ে। শুধু প্রতিষেধকই নয় প্রতিরোধক হিসেবেও কাজ করে। আর কালোজিরা থেকে যে তেল হয় তাতে আছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। সৌন্দর্যচর্চায় দারুণ উপকারী এই তেল। তবে কালোজিরা তেল যেহেতু অম্লীয় তাই সরাসরি ত্বকে লাগানো ঠিক না। তাহলে কীভাবে ব্যবহার করবেন-
ত্বকের ফ্যাকাসে ভাব করতে
এক কাপ লেবুর রসে আধাটেবিল চামচ কালোজিরার তেল মিশ🦂িয়ে নিন। এই তেল ত্বকে দিনে দুইবার ব্যবহার করুন। ত্বকের ফ্যাকাসে ভাব ও একনি দূর হয়ꩵে যাবে।
ত্বকের দাগছোপ কমাতে
কালোজিরার তেল ও কাঠবাদামের তেল সম൲পরিমাণে নিন। এই দুটি তেল একসঙ্গে ভালোভাবে মেশালে ক্রিমের মতো হয়ে যাবে। এরপর এই ক্রিম কাচের কৌটায় সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করতে পারবেন। তবে দাগ চলে গেলে আর ব্যবহারের দরকার নেই।
ব্রণ দূর করতে
সমপরিমাণ কালোজিরার তেল ও মধু নিয়ে হাত দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণের জায়গায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ব্রণ সেরে গেলে আর লাগাতে হবে না। &nb꧟sp;মিশ্রণটি কাচের কৌটায় রেখে দিতে পারেন। তাহলে আর প্রতিদিন বানাতে হবে না।
বলিরেখার জন্য
কালোজিরার তেল আর গ্লিসারিন♔ সমপরিমাণে নিয়ে ভালোভাবে বিট করে ক্রিম বানিয়ে নিন। সঙ্গে চাইলে অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। যতটা গ্লিসারিন নেওয়া হয়েছে, ততটাই জেল নিতে হবে। এই ক্রিম প💞্রতিদিন রাতে ত্বকে লাগালে বলিরেখা দূর হবে।