রাজধানী ঢাকায় মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বিজয় কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি🐓 সংগঠন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গ♍ুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্ꦗমেলনে এ তথ্য জানান ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
জানা গেছে, কনসার্টে এককভাবে গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁ﷽পা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এ ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আ༺র্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড✤ রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।
বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনটি গড়ে উঠেছে বলে জানা গেছ⛦ে।
শহীদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলে🌜ন, “আꦇমরা বিজয় কনসার্ট উদ্যাপন করব সর্বজনীনভাবে। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।”