• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিরাজ ও হেডের ঘটনা নিয়ে আইসিসি বাড়াবাড়ি করেছে: হরভজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:২৮ পিএম
সিরাজ ও হেডের ঘটনা নিয়ে আইসিসি বাড়াবাড়ি করেছে: হরভজন
মাঠে দফায় দফায় তর্কে জড়িয়ে যান সিরাজ ও হেড। ছবি : সংগৃহীত

অ্যাডিলেড টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই ক্রিকেট টেস্টে ভারতের মোহাম🐓্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের মধ্যে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে। ম্যাচ চলাকালে সিরাজ যখন ১৪০ রান করা হেডকে আউট করেন, তখনই ঘটনার সূত্রপাত। দুজন তখন তর্কে জড়িয়ে যান। পরে সিরাজ যখন ব্যাট করতে নামেন, তখন আরেক আরেক দফা বাকবিতন্ডা চলে তাদের মধ্যে। প𒁏রবর্তীতে আইসিসি পরে তাদের দুজনের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয় জরিমানা হিসেবে।

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘আমি মনে করি আইসিসি খেলোয়াড়দের ব্যাপারে একটু বেশি বেশি কঠোরতা দেখাচ্ছে। মাঠের ঘটনা নিয়ে বাড়াবাড়ি করেছে আইসিসি। খেলোয়াড়রা এসব দ্রুত ভুলে গেছে এবং একে অপরের সঙ্গে কথা বলেছে। যাই হোক, আইসিসির উচিত এসব এ🍌কপাশে রেখে সামনে এগিয়ে যাওয়া। এই সমস🌠্ত বিতর্কের পরিবর্তে ক্রিকেটের দিকে মনোনিবেশ করা উচিত। আইসিসি যা করেছে যথেষ্ট করেছে।’

হেড খেলাশেষে হতাশা নিয়ে ফক্স ক্রিকেটকে বলেন, ‘আমি  তাকে (সিরাজ) বলেছিলাম ভাল বোলিং হয়েছে। কিন্তু সে ভুল বুঝে অন্য কিছু ভেবে নি🔥য়েছিল। সে অমাকে মাঠ থেকে চলে যেতে নির্দেশ করে। যেভাবে এটা ঘটেছে তাতে আমি কিছুটা হতাশ। তারা যদি এভাবে প্রতিক্রিয়া দেখাতে চায় এবং এভাবেই নিজেদের প্রতিনিধিত্ব করতে চায়, তবে তাই করুক।’

তবে সিরাজ হেডের মন্তব্যের সাথে একমত নন। তিনি বলেছেন, ‘হেড সত্যিই ভাল ব্যাটিং করেছে। তবে সংবাদ সম্মেলনে তিনি (হেড) যা বলেছেন তা সঠিক নয়। এটা মিথ্যা যে, তিনি আমাকে শুধু ‘ভালো বল’ করার কথা বলেছেন। কেউ ছক্কা মেরে বোলারের প্রশংসা করতে পারেন না। তিনি আমাকে যা বলেছেন ꦕআর লোক দেখানোর জন্য যা বলেছেন তা এক নয়।’  

এদিকে, ꦉরবি শাস্ত্রী বলেছেন, ‘আমি নিশ্চিত যে সিরাজ ও হেড পরিপক্ক মানুষ। তারা এই ছোটখাটো সমস্যা মিটিয়ে 🎃ফেলবেন।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!