• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অতিরিক্ত টাকা কাটায় ব্যাংক ম্যানেজারকে মারধর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ১২:১৪ পিএম
অতিরিক্ত টাকা কাটায় ব্যাংক ম্যানেজারকে মারধর!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধমে🐲 ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ব্যাংকের মধ্যে হাতাহাতি করছেন 🥀ব্যাংক কর্মী ও গ্রাহক। থামানোর চেষ্টা করছেন অন্য গ্রাহকেরা। সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড যাকে বলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি গুজরাটের আহমেদাবাদের বস্ত্রপুরে। ইউনিয়ন ব্ꦿযাংকের একটি শাখায় এই মারধরের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানা✱ন, ঘটনার সূত্রপাত ফিক্সড ডিপোজিটের রেট নিয়ে। কাস্টমারের অভিযোগ, ফিক্সড ডিপোজিটে বেশি টাকা কেটেছে ব্যাংক। যা নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। অস্বীকার করেন ব্যাংক কর্মী। এরপরই আচমকা ব্যাংক ম্যানেজারের সঙ্গে হাতাহাতিতে জড়ান ওই গ্রাহক।

ঘটনার ভিডিওসামাজিক যো𓆉গাযোগমাধমে ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি মারামারি করছেন। দুজনেই দুজনের কলার ধরে মারছেন। গ্রাহক ব্যাংক ম্যানেজারকে মারেন। ম্যানেজারও মারেন ওই গ্রাহককে।                                                 &n💯bsp;     ღ             

ঘটনার আক♑স্মিকতায় প্রথমে হতবাক হলেও পরে উপস্থিত অন্য গ্রাহকেরা এগিয়ে আসেন এই মারামারি থামাতে। কিন্তু মারপিট থামা তো দূর, বরং কথা কাটাকাটিতে আরও বেড়ে চলে ঝামেলা। অবশেষে ব্যাংকের বাকি🌸 কর্মীদের সাহায্যে হাতাহাতি থামানো হয়। 

Link copied!