• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গুরুতর অসুস্থ হিন্দি সিনেমার ‘রানি’ সায়রা বানু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:০২ পিএম
গুরুতর অসুস্থ হিন্দি সিনেমার ‘রানি’ সায়রা বানু
অভিনেত্রী সায়রা বানু । ছবি: সংগৃহীত

হিন্দি সিনেমার ‘রানি’ অভিনেত্রী𓃲 সায়রা বানু গুরুতর অসুস্থ । ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে  তার শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। সায়রা বা🐻নুর হাঁটুতে দু’টি ব্লাড ক্লট ধরা পড়েছে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েক সায়রা বানুর শারীরিক অব👍স্থা ভাল নেই। বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না। আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। তাকে হাসপা🅘তালে ভর্তি করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দিলীপ কুমারের থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন সায়রা বানু। বয়সকে এক পাশে সরিয়ে দিলীপ কুমারকে চুপি চুপি মনও দিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। তবে দিলীপ সাহাব একেবারেই সেটা টের পাননি প্রথমে। ততদিনে শাম্মি কাপুরের বিপরীতে বলিউডে পা দিয়ে ফেলেছেন সায়রা। তার ꧒মিষ্টি চেহারা নিয়ে বলিউডে সেই সময় নানা কথা। দিলীপ কুমারেও চোখ এড়িয়ে যায়নি।

সায়রার মিষ্টি স্বভাবে অল্প হলেও মন মজেছিল দিলীপ কুমারের। শোনা যায়, প্রথম দেখাতে নাকি সায়রার ভূয়সী প্রশংসা করেছিলেন দিলীপ। আর ত🅷া শুনে সায়রা একেবারেই লজ্জায় লাল। সেই প্রথম আলাপের পরেই প্রেমের সূত্রপাত।

Link copied!