প😼লিটিক্যাল স্যাটায়ার নিয়ে ফি💛রছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার মোস্তফা সরয়ার ফারুকী।
২০০🅷৭–৮ সালে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে এই ধারাবাহিক ন🌠ির্মাণ করে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছিলেন এই নির্মাতা। প্রায় ১৬ বছর পর একই রেশ ধরে নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’। যার পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।
৬ ডিসেম্বর রাত ৮টায় প্রকাশ পেয়েছে ৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ঝলক। এটি প্রকাশের পর পরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমা🌃ন বাবু, জাকিয়া বারী মম, নাজিম জয়সহ বিভিন্ন পরিচিত মুখের।
তারচেয়ে বড় বিষয়, লম্বা বিরতির ফর ফের এক হলেন দুই সারথি♓- মোস্তফা সরয়ার ফারুকী ও মারজুক রাসেল। ক্যারিয়ারের শুরু থেকে চূড়ায় পৌঁছানো পর্যন্ত তারা ছিলেন একে অপরের ছায়াসঙ্গী।𒊎 মাঝে সেই পথ দুদিকে বেঁকে গেলেও ফের ‘৮৪০’ দিয়ে ফারুকীর বড় ফ্রেমে ঢুকলেন মারজুক।
এদিকে ট্রেলারের গল্প ঘিরে ‘৪২০’ ভক্তসহ সবার মনেই অসংখ্য প্রশ্ন জন্ম নিচ্ছে! মূল গল্পটা আসলে কী নিয়ে? আরও কে কে অভিনয় করছেন? কোথায় ও কবে রিলিজ পাবে ‘৮৪০’; নানা তথ্যই জন্ম নিয়েছে দর্শক মনে। এছাড়া ট্রেলার দেখে কেউ কেউ ভাবছেন, দেশের🥃 সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ‘৮৪০’ বানিয়েছেন ফারুকী। এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন, প্রায় ১ বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’-এর শুটিং হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল?
এসব প্রশ্নের উত্তর ও রহস্যের জট শিগগিরই খুলবে বলে মনে হচ্ছে না। কারণ পুরো বিষয়টি এখনও খোলাসা করেননি ফারুকী। ‘৮৪০’ এর লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন, “পলিটি🎶ক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত💜্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!”
ফারুকীর এমন বক্তব্যের পর মনেই হচ্ছে, গল্পের নিবিড় কোনও সম্পর্ক রয়েছে বর্তমান দেশের রাজনৈতিক ঘটনাচক্রের সঙ্গে। শিগগিরই মুক্তি পাচ্ছে ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। তবে কবে, কখন, কোথায় তা রিলিজ হবে সেটি দ্রুতই জানানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সর😼য়ার ফারুকী।