দেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। ২০১৭ সালের ২১ এপ্রিল, ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি💧 জমান কিংবদন্তি এই সংগীতশিল্পী।🌳 মৃত্যুর আগে গায়ক রেখে গেছেন তার সুর করা বেশ ক’টি গান। সেই তালিকা থেকেই এবার নতুন একটি গান নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার।
লাকী আখান্দের মৃত্যুর ৭ বছর পর বাপ্পার কণ্ঠে এলো ‘ভবের নদী’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের কথায় গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতও করেছেন বাপ্পা নিজেই। গত বৃহস্পতিবার এটি প༺্রকাশ হয়েছে গান জানালা’র ইউটিউব চ্যানেলে।
বাপ্পা বলেন, ‘এমন গান করতে পেরে ভালো লাগছে। লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আশা করছি, গানটি শ্রোতাদেরﷺও ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে গীতিকবি গোলাম মোর্শেদের ভাষ্য, ‘বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা 💜করছিলাম। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে সে। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে।’
১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখান্দের প্রথম একক অ্যালবাম ‘লাকী আখান্দ’ প্রকাশিত হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টা🌃চ-এর 🍸সদস্য। তার সংগীতায়োজনে জনপ্রিয় গানের তালিকায় আছে- ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ ইত্যাদি।