• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তাপস-মুন্নীর বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০২:৫২ পিএম
তাপস-মুন্নীর বিরুদ্ধে মামলা
স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে কৌশিক হোসেন তাপস। ছবি: সংগৃহীত

দেশের একমাত্র সংগীতভিত্তিক টেলিভিশন স্টেশন ‘গান বাংলা’র মালিকানা দখলের অভিযোগে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ﷺকৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান তার স্ত্রী ফারজানা মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন সৈয়দ শামস উদ্দিন আহমেদ।

তাপস- মুন্নি ছাড়াও মামলায় অন্যান্য আসামিরা হলেন- রবি শংকর মৈত্রী, এম আম🎀ানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাতনামা আরও ৪ জন।

জানা গেছে, গত ২৫ নভেম্বর  ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহর আদালꦏতে সৈয়দ শামস উদ্দিন আহমেদ মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি আমলে নিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণ করত🦩ে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন বলে জানান এসআই মোক্তার।

এরপর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে গত ৩ ডিসেম্বর আদালতে পাঠা𝓀নো হয়। ওইদিন শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান মামলাটি তদন্ত করে আগামী ১ জানুয়ারি প্রত✅িবেদন দেওয়ার দিন ঠিক করে দেন।

মা⭕মলা🦹র তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হারুনর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘মামলাটি এখন তদন্তাধীন আছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।’

Link copied!