সি🍬রিয়ায় চলমান পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে 💜থাকার আশ্বাস দিয়েছে ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সিরিয়া দখলের দিকে এগোতে থাকা সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলা করতে তারা আসাদ সরকারকে সহায়তা করবে বলে জানিয়েছে।
এক প্রতি🌠বেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
শুক্রবার (৬ ডিসেম্বর) ইরানের সিনিয়র এক কর্মকর্তা জানান, তারা সিরিয়ায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক পরামর্শক ⛄🎶পাঠাবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম আসাদ সরকারকে অটুট সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, “সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা (বিদ্রোহীরা) 🌺তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এই আগ্রাসন প্রতিহত ক🍷রতে হিজবুল্লাহ সিরিয়ার সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।”
এদিকে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। শহরটি দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। কথিত আছಌে এই বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিয়ে থাকে পশ্চিমা দেশগুলো। আর তাদের প্রতিহত 𓆏করতে প্রেসিডেন্ট আসাদ সরকারকে সহায়তা করে রাশিয়া। গত সপ্তাহে শহরটি দখলে নেওয়ার পর নতুন করে এই অঞ্চল নিয়ে উত্তেজনা দেখা গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী, বিদ্রোহীরা আ🌜রেক গুরুত্বপূর্ণ শহর হামা দখল করেছে। এ ছাড়া রাশিয়া আসাদ সরকারের সহায়তায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে।