অষ্টম শ্রেণি পাস করে ডাক্তারের সার্টিফিকেট নিয়েছেন বেশ কয়েকজন ব্🔯যক্তি। সেই ‘ভুয়া’🅰 সার্টিফিকেট ব্যবহার করে চিকিৎসাও করছিলেন তারা। এমন ১৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ🌠্যম এনডিটিভি।
এনডিটিভির তথ্যমতে, প্রত্যেককে ৭০ হাজার রুপির বিনিময়ে ༒পেশাদার ডাক্তারদের সার্টিফিকেট দিতো একটি চক্র। গুজরাটের সুরাত এলাকায় তারা কার্যক্রম চালাতো। তাদের কাছে এক হাজার ২০০ ভুয়া ডিগ্রির সনদ ছিল বলে জানিয়েছে পুলিশ। চক্রটির সবাইকে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুজরাট পুলিশ জানায়, তারা ১৪ জন ভুয়া ড🌱াক্তারকে গ্রেপ্তার করেছে। চক্রের হোতা রমেশ গুজরাটিও গ্রেপ্তার হয়েছেন। তারা বোর্ড অব ইলেক্ট্রো ꦆহোমিওপ্যাথিক মেডিসিনের সনদ দিয়েছিলেন। তাদের কাছে শত শত আবেদনপত্র, সনদ ও স্ট্যাম্প পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, কিছু চিকিৎসক ভুয়া ডিগ্রি নিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন বলে তাদের কাছে খবর আসে। পরে রাজস্ব বিভাগকে সঙ্গে নিয়েܫ পুলিশ হানা দেয় শহরের বিভিন্ন ক্লিনিকে।