• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ে করলেন তানজিকা, বর সম্পর্কে যা জানালেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৮:১৬ পিএম
বিয়ে করলেন তানজিকা, বর সম্পর্কে যা জানালেন
বরের সঙ্গে তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিকা আমিন🌊 বিয়ে করেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বেইলি রোডে নিজেদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিল🐟েন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

হঠাৎ করে বিয়ের কাজ সেরে ফেললেও চলতি মাসেই বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়✱েছে তানজিকার। তিনি বলেন, ‘আমাদের শুধু আকদ হয়েছে একেবারে পারিবারিকভাবে। আত্🐓মীয়স্বজনেরা ছিলেন।

তানজি🌼কা আরও বলেন, “সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে ক👍রব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।”

কে এই সাইফ
তানজিকার বরের নাম সাইফ বাসুনিয়া। গত আড়াই দশক ধরে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। থাকে﷽ন সিডনিতে। ২০১৮ সাল থে🐼কে তার সঙ্গে তানজিকার পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

তানজিকা বলেন, “কখনো ভাবিনি জীবনে সিঙ্গেল থাকব। সব সময় 🌸মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি।”

বর সম্পর্কে তানজিকা বলেন, ‘দুই মাস আগে ভাবলাম বন্ধুর সঙ্গে বিয়ে নিয়ে ভাবা যায়। তবে বিষয়টা পুরোপুরি পরিবারের মধ্যে ছিল। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনত🐭েনও।”

তানজিকা বলেন, “পারিবারিকভাবে বিয়൩ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে ভালো লাগত। আমি জানতাম, সে খুব ভালো একজন মানুষ। মানবিক মানুষ। মনে হয়েছে, সে–ই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ, যাকে জীবনসঙ্গী করা যায়।’

সবচেয়ে সঠিক মানুষ কবে থেকে বুঝলেন-𒈔 এ প্রশ্নে তানজিকা বলেন, ‘এটা বুঝেছি, যখন থেকে মনে হলো জীবনসঙ্গী করা যায়, তখন থেকে। বন্ধু হিসে💛বেও যখন দেখছিলাম, তখনো বুঝেছি সে অসম্ভব ভালো একটা মানুষ। সে আমাকে বোঝেও; যেটা সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে জরুরি।’

বরের সঙ্গে তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

বিয়ের পর অস্ট্রেলিয়ায় চলে যাবেন কিনা- এমন প্রশ্নে তানজিকা বলেন, ‘অভিনয় তো আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে ♍তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।’

প্রসไঙܫ্গত, এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল। 

Link copied!