যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেশিশুদের নামের মধ♛্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ‘মুহাম্মদ’ নামটি। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক জরিপে এ তথ্য জানানো হয়।
🦂বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রা🍸ফ এ খবর জানিয়েছে।
দ্য টেলিগ্রাফের মতে, এর আগের সবচেয়ে জনপ্রিয় ন🌃াম ‘নোয়াহ’-কে পেছনে ফেলে দিয়েছে নামটি। ‘নোয়াহ’ এখন ছেলেশিশুদের না💟মের মধ্যে দ্বিতীয় জনপ্রিয়। জনপ্রিয়তায় তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি।
এদিকে এ নিয়ে টানা অষ্টমবারের মতো মেয়েশিশুদের জনপ্রিয় নামে𒊎র তালিকায় শীর্ষে অবস্থান করছে অলিভিয়া নামটি। অ্যামেলিয়া ও ইসলা যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।
ওএনএস প্রতি বছর যুক্তরাজ্যের সর্বাধিক জনপ্রিয় ও অজনপ্রিয়🍃 নামগুলো প্রকাশ করে। এজন্য এটি দেশটিতে সর্বশেষ জন্মগ্রহণকারী শিশুদের নামের🦂 তথ্য বিশ্লেষণ করে।
ওএনএস তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখেছে, ২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেশিশুদের মধ্যে ৪ হাজার ৬৬১ জনের নাম ‘মুহম্মদ’ রাখা হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪ হাজার ১৭৭। অর্থাৎ ২০২২ 🐓সালের তুলনায় এ নামটি রাখার পরিমাণ বেড়েছে; যার অর্থ দাঁড়াচ্ছে 🍌এক বছরে ‘মুহাম্মদ’ নামটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
এদিকে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় নামটির জনপ♊্রিয়ত🙈া তুলনামূলকভাবে কমেছে। ২০২২ সালে ৪ হাজার ৫৮৬টি ছেলেশিশুর নাম ‘নোয়াহ’ রাখা হয়েছিল; যা ২০২৩ সালে কমে ৪ হাজার ৩৮২ জনে এসে দাঁড়িয়েছে।
মুহাম্মদে একটি আরবি নাম; যার অর্থ ‘প্রশংসনীয়’। এটি ‘হাম্মাদা’ শব্দ থেকে উদ্ভূত; যার অর্থ ‘প্রশংসা🐼 করা’।
মুহাম্মদ নামটি ইসলামের বার্তাবাহক নবী মুহাম্মদ (সা.)-এর নাম হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত। এ নামটি মধ্যপ্রাচ্য, উত্তর আ🃏ফ্রিকা, দক্ষিণ এশিয়াসহ যেসব দেশে😼 মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে প্রচলিত।
তা ছাড়া ওএনএস সর্বাধিক জনপ্রিয় নামগুলোর মধ্যে কিছু ভৌগোলিক বৈচিত্র্যও খুঁজে পেয়েছে। যেমন জনপ্রিয় মেয়েশিশুদের নামের মধ্যে অলিভিয়া নামটি ইংল্যান্ডের নয়টি অঞ্চলের পাঁচটিতে সবচেয়ে ♌জনপ্রিয়। ওয়েলসে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অন্যদিকে ছেলেশিশুদের নামের মধ্যে মুহাম্মদ ইংল্যান্ডের নয়টি অঞ্চলের মধ্যে চারটিতে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু ওয়েলসে এটি জনপ্রিয়তার দিক থেকে ৬৩তম স্থানে রয়েছে।