সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল অক্টোবরে। প্রায় একমাস মুম্বাইয়ে শুটিংয়ের মাধ্যমে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন করেন শাকিব খান। মাঝে মাস খানেকের বিরতি পড়ে যায়। এতে অনলাইনে গুঞ্জন ছড়িয়েছে ছবির নায়িকা ইধিকা পাল শুটিং শিডিউল ফাঁসিয়েছেন! এ জন্যই শুটিং আটকে আছ💦ে!
শাকিব ভক্তরাও ইধিকাকে তুলোধুনো 🌠করছেন অনলাইনে! তবে ‘বরবাদ’ পরিচালক মেহেদী হাসান হৃদয় জানালেনꦗ ভিন্ন কথা।
তিনি বলেন, ‘বরবাদ’ সিনেমায় শাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে। তার ২৫ বছরের ক্যারিয়ারে একদম নিউ। এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। চাইলেই প্রসথেটিকের মাধ্যমে লুক আনতে পারতাম। কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রসথেটিকে যেতে চাই না। শাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য শুটিংয়ে গ্যাপ দিচ্ছি। নইলে একবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম। আর এই ডিসেম্বরের মধ্যে 🦩আমরা বরবাদের ফার্স্টলুক রিভিল করবো।’
পরিচালক আরও বলেন, “ইধিকা পাল শিডিউল ফ🍬াঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। এখন আমরা শুটিংয়ে গ্যাপ নিয়েছি। তাই সে যেহেতু ফ্রি আছে তার ছবির প্রমোশন করছে। শিগগির আমরা শুটিংয়ে✨ যাবো।”
বরবাদ পরিচালক বলেন,“৭০ শতাং🐬শ শুটিংয়ে মুম্বাইতে শু𒊎রু থেকে যা চেয়েছি তাই তুলে এনেছি। ইন্ডিয়ান টিম থেকে যারা শুটিংয়ে জড়িত প্রত্যেকে খুশি এবং এক বাক্যে বলেছেন, ‘বরবাদ’ একটি ভালো ছবি হতে যাচ্ছে।”
জানা গেছে অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’ মুক্তি পাবে আসন্ন রোজা💝র ঈদে। শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্তসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।
সম্প্রতি শাকিব খান ‘বরবাদ’ সিনেমা নিয়ে বলেছেন, ‘বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটের সিনেমা। বড়পর্দায় দেখলে দর্শক চমকে যাবেন, বুঝতে পারবেন আমাꦦ💖দের সিনেমা এখন কেমন হচ্ছে।