জনপꩲ্রিয় অভিনেত্রী মার্গারেট কোয়ালি ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেছেন। প্রিমিয়ারে এসে বড় পর্দায় সে দৃশ্য দেখে তার পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। তার মাও কথা বলেছেন।
পিপলডটকমকে দেওয়া সাক্ষাৎকারে মার্গারেট বলেন, “প্রিমিয়ারে সিনেমা দেখে♔ মা অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল বলেছিলেন, এই সিনেমা তো আমার বন্ধুরা দেখতে পারবে ন𒁃া, আমার বোনেরাও দেখতে পারবে না। কেউই আসলে এটা দেখতে পারবে না।”
ছবিটি নিয়ে মজা করে এ অভিনেত্রী বলে🌌ন, ‘আমাদের পরিবারের জন্য এটা খুব কঠিন বছর।’
‘দ্য সাবস্ট্যান্স’-এ আরও অভিনয় করেছেন ডেমি মুর। ডেমির সঙ্গে অভিনয় মার্গারেটের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। পর্দায় নগ্ন হওয়া নিয়েও কোনো সমস্যা বোধ ক❀রেননি। শুধু মায়ের পাশে বসে দেখতে অস্বস্তি বলে জানান অভিনেত্রী।