যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস ♔হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। অর্থাৎ আসরের ফাইনালে উঠতে যুবা টাইগারদের চাই ১১৭ রান।
বাংলাদেশের আহ্বানে ব্যাট করতে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়েন পাকিস্তানি দুই ওপেনার♓। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই মারুফ মৃধার শিকারꦰ হয়ে প্যাভিলিয়নে ফেরেন উসমান খান (০) ও শাহজিব খান (০)।
দুই ওপেনারের বিদায়ের পর মুহাম্মদ রিয়াজুল্লাহকে নিয়ে পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক সাদ বেগ। এই জুটিতে অর্ধশতর কাছাকাছি চলে যায় পা💦কিস্তানের স্কোর। এ সময় মঞ্চে আসেন ইকবাল হোসেন ইমন। প্রথমে সাদ বেগের (১৮), পরে রিয়াজুল্লাহর (২৮) উইকেটও তুলে নেন তিনি। শেষ দিকে ইকবালের ঝুলিতে আরও দুই উইকেট যোগ হয়। ২৪ রানে দিয়ে মোট ৪ উইকেট নিয়েছেন তিনি।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান ﷽আসে ফারহান ইউসুফের ব্যাট থেকে। সাতে নামা এই ব্যাটার ৩ ছক্𝓰কা ও ১ চারে মিলিয়ে ৩২ রান করেন।
বাংলাদেশের হয়ে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন 🔴মারুফ। এ ছাড়া দেবাশিষ দেবা ও আল ফাহাদ একটি করে উইকেট নিয়েছেনꦜ।