প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন উঠেছিল🥃 গেমসের সময়ই। বিভিন্ন দেশের পদকজয়ীরা অভিযোগ করেছিলেন, দু’তিন দিনের মধ্যেই কালো হয়ে যাচ্ছে পদক। প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ সে সময় দাবি করেছিলেন, পদকের গুণগত মানে সমস্যা নেই। কিন্তু পদক নিয়ে একের পর অভিযোগ আসায়, খারাপ হয়ে যাওয়া পদকগুলি বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) জানিয়েছে, যাদের পদক নষ্ট হয়ে পড়েছে, তাদের সকলের পদকই বদলে দেওয়া হবে।
প্রথম দু’এ🅠কটি অভিযোগের ক্ষেত্রে বিশেষ আমল দেননি প্যারিসের আয়োজকেরা। কিন্তু অভিযোগ বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসতে বাধ্য হন তারা। উদ্বিগ্ন আয়োজকরা যোগাযোগ করেন পদক নির্মাতা সংস্থার সঙ্গে। কারণ বিষয়টির সঙ্গে ফ্রান্সের সম্মান জড়িত। আইওসি কর্মকর্তারাও কথা বলেন প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির সঙ্গে। তখনই সিদ্ধান্ত হয়, খারাপ হয়ে যাওয়া পদকগুলি বদলে নতুন পদক দেওয়া হবে জয়ী ক্রীড়াবিদদের।
আইওসি জানিয়েছে, পদক নিয়ে উদ্বিগ্ন প্যারিসের আয়োজকেরা। তারা পদক নির্মাতা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। আইওসি জানিয়েছে, যাদের পদক নষ্ট হয়ে গিয়েছে, তাদের সকলের পদকই বদলে দেওয়া হবে। হুবহু একই রকম পদক দেওয়া হবে তাদের। কয়েক সপ্তাহের মধ্যে পদক বদলের প্রক্রিয়া শেষ করা হবে। নির্মাতা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা গত আগস্ট থেকে নষ্ট হয়ে যাওয়া পদক বদলাতে শুরু করেছি। যারা 💝আবেদন করেছিলেন, তাদের পদক বদলে দেওয়া হয়েছে। নষ্ট হয়ে যাওয়া সব পদক বদলে নতুন পদক দেওয়া হবে কয়েক সপ্তাহের মধ্📖যে।’
প্রযুক্তিগত ত্রুটি🐎র কারণে অলিম্পিকের কিছু পদক নষ্ট হয়েছে বলে দাবি সংস্থার। নষ্ট হওয়া অধিকাংশ পদকই ব্রোঞ্জের। রয়েছে কিছু সোনার পদকও। রুপার পদকের ক্ষেত্রে বেশি অভিযোগ নꦰেই।
প্🥃যারিস অলিম্পিক🉐 চলার সময়ই ক্রীড়াবিদরা পদকের মান নিয়ে সরব হয়েছিলেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো হয়ে যাওয়া পদকের ছবিও পোস্ট করেন। ফ্রান্সের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন দেশের অন্তত ১০০ জন ক্রীড়াবিদ আগেই তাদের নষ্ট হয়ে যাওয়া পদক ফেরত পাঠিয়ে বদলে দেওয়ার আবেদন করেছিলেন। তাদের পদক ইতোমধ্যেই বদলে দেওয়া হয়েছে। এ বার নষ্ট হয়ে যাওয়া বাকি পদকগুলিও বদলে দেওয়া হবে।