• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে কারণে ‍‍‘ইত্যাদি‍‍’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৮:২৯ এএম
যে কারণে ‍‍‘ইত্যাদি‍‍’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজ🔴িন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে ভাঙচুর ও মারামারি ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি)🍎 সন্ধ্যার পর উপজেলার রাজবাড়ীতে অ🍎নুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রা⛄য় দুই হাজার মানুষের প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে। এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্🌱রণ করতে পারেননি। পরে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

‘ইত্যাদি’ অনুষ্ঠানে যাওয়া মাসুদ আলম বলেন, “আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশ♑ের পাস নিয়ে যাই। তারপরও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। প্রথম থেকেই কোনো নিয়মশৃঙ্খলা ছিল না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে♔।”

দর্শক সোহেল রানা বলেন, “অনুষ্ঠানে অনেক মানুষ হবে, এমন ধারণা আগেই ছিল। তারপরেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদের ꦉব্যর্থতা। এ ছাড়া এত অল্প জায়গাতে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি।“

অনꦚুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, “অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।” 

Link copied!