নায়কের পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাইয়ের কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারও দেহ, চোখে-মুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে আছে একটি কাক। কাকটির লাল চোখ জন্ম দিচ্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছে কৌতূহলের। এমন একটি পোস্টার অবাক হয়ে দেখেছে নেটদুনিয়া।
বলছিꦜলাম, সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার পোস্টারের কথা। ছবিটির একটি পোস্টার আগেই প্রকাশ্যে আসে। এবার আরেকটি ছবি প্রকাশ করেছে জংলি সিনেমার টিম।
নতুন ছবির ক্যাপশনে লেখা হয়, “চুপ ছিল🃏াম দেখে ভাবিস না ‘জংলি’ তোদের ভুলে গেছে। ‘জংলি’ আসছে হুংকার নিয়ে।”
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দ🐈িকে ‘স্পেশাল অ্যানাউন্স’ ঘোষণা করে স🉐িনেমার নায়ক, পরিচালকসহ জংলি সিনেমার টিম।
আজাদ খানের গল্পে ‘জংলি’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম ব🌌ুবলী।