• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাব্বিরের ছক্কার বন্যায় চ্যালেঞ্জিং পুঁজি ঢাকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৮:৫৪ পিএম
সাব্বিরের ছক্কার বন্যায় চ্যালেঞ্জিং পুঁজি ঢাকার
সাব্বির রহমান। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাটা খুব ভালো ছিল না। যারা এই ফরম্যাটের যোগ্য, তারা অনেকেই ছিলেন না দলে। ছিলেন না গত বছরের বিপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী তামিম ইকবাল, উইকেটকিপার কাম ব্যাটার নুরুল হাসান সোহান, হার্ডহিটার সাব্বির রহমান, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের মতো অনেকেই। আসলেই সেখানে কিছুটা হলেও ছিল বৈষম্যমূলক সিদ্ধান্ত𝓡। কথাগুলো এই কারণে বলা যে, চলমান বিপিএল💮ের ম্যাচগুলোর দিকে দৃষ্টি দিলে বোঝা যাবে, বিশ্বকাপের দল গঠন কতটা ভুল ছিল।

বৃহস্পতিবার সিলেট পর্বের দুই ম্যাচের দিকে তাকালে তামিম, সাব্বির ও সোহান যে বিশ্বকাপে থাকলে বাংলাদেশের উপকার হতো, ক্ষতি হতো না, তা বলেই ফেলা যায়। তামিম এইদিনে একমাত্র বাংলাদেশি হিসেবে ৮ হাজার রানের ম🐠াইলফলক স্পর্শ করলেন। সাব্বির মাত্র ৩৩ বলে ৩টি চার ও ৯টি ছক্কায় ৮২ রান করেন। আর সোহান দেখালেন, এক ওভারে রানের ফলঝুড়ি ফুটিয়ে কীভাবে হারা ম্যাচ জেতাতে হয়।

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের তৃতীয় ম্যাচে খেলা🍒র সুযোগ পেয়েছিলেন সাব্বির। তবে চলত🌳ি আসরে নিজের প্রথম ম্যাচে কিছুই করতে পারেননি। ৭ বলে ২ রান করেই আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেই আসল রূপ দেখালেন ডানহাতি মারকুটে ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে সাব্বির বোঝালেন, তিনি এখনো শেষ হয়ে যাননি।  

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ক্যামিও দেখিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন সাব্বির। ডানহাতি ব্🌱যাটারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ৫ উইকেটে ১৭৭ রানের লড়াকু পুঁজি করেছে ঢাকা। অর্থাৎ জিতলে হলে চিটাগং কিংসকে করতে হবে ১🍒৭৮ রান।

Link copied!