তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও ওয়ানডেতে তিনি এখন আর খুব সুবিধা করতে পারছেন না। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে উজ্জ্বল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। সেটা তিনি প্রমাণ দিয়েছেন বেশ কয়েকবার। গত বছর বিপিএলে সর্বাধিক রান সংগ্রহ করেন তামি🎉ম। এবারও তার ব্যাট থেকে ভালোই রান আসছে।
ক্যারিয়ারের সায়াহ্নে এসে আরও একট♔ি ইতিহাসে নাম লেখালেন তামিম ইকবাল। ৩৫ বছর বয়সী দেশসেরা ওপেনার বৃহস্পতিবার প্রথম বাংলাদেশি হিসেবে ঢুকেছেন টি-টোয়েন্টির ৮ হাজারি ক্লাবে।
রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলফলকে পা রেখেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটে নেমে ৪০ রানে আউট হন তামিম। এবার পাঁচ ইনিংসে এ পর্যন্ত ১৬১ রান করেছেন ১৫১.৮৮ স্ট্রাইকরেটে। তাতে তিনি ২০টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ৭টি। এღখনো তার হাতে লিগপর্বেরই ৭টি ম্যাচ বাকি। দল শেষ চারে উঠলে আরও ২টি বা ৩টি ম্যাচ খেলতে পারেন। তখন তার মোট রান আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় দলে টেস্টে সর্বশেষ ১০টি ম্যাচে ১৯টি ইনিংসে তিনি একটি মাত্র শতক হাঁকিয়েছেন। ওয়ানডেতে শেষ ১০ ইনিংসে তার হাফ সেঞ্চুরি মাত্র ১টি, তাও আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই হিসেবে তার শেষ ১০টি টি-টোয়েন্টি ইনিংসের রান অনেক 𝄹ভালো।