কয়েকদিন ধরে টেস্টে দ্বিস্তর সিস্টেম নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। এই পদ্ধতি চালু করতে মরিয়া ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই প্রস্তাব ন♔িয়ে চলতি মাসেই আইসিসিতে আলোচনা হওয়ার কথা। তবে এমন প্রস্তাবের বিপক্ষে এরই মধ্যে দাঁড়িয়ে গেছেন অনেকে।
ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েডই যেমন বলেছেন, দ্বিস্তর টেস্ট ক্রিকেট চালু হলে ওয়ে🌌স্ট ইন্ডিজের মতো দল ধ্বংস হয়ে যাবে। এবার টু টায়ার সিস্টেমের বিপক্ষে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিন♔ি মনে করেন, এই সিস্টেম চালু হলে সমস্যা তৈরি হবে ক্রিকেট বিশ্বে।
স্কাই স্পোর্ট🐟সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে গ্রায়েম স্মিথ বলে🌠ছেন, এই নিয়ম চালু হলে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড বাদে বাকি দলগুলি সমস্যায় পড়বে।
স্মিথ বলেন, ‘আমি আইসিসির বিষয়টি বুঝতে পারছি। আমি একটা খবর দেখলাম, যেখানে বলা হয়েছে পরবর্তী সময়ে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের বিপক্ষে বেশি ম্যাচ খেলবে। এটা বাকি দেশগুলির জন্য খ𝔍ুবই খারাপ হবে… ভারত সম্ভবত সবচেয়ে ভালো জায়গায় থাকবে কারণ তারা বাণিজ্যিকভাবে অন্যান্য দেশের জন্য নির্ভরযোগ্য। কিন্তু আপনি কোনও খেলায় দেখেছেন যে সেরা তিনটি দেশ শুধু একে অপরের বিরুদ্ধে সবসময় খেলছে?’
স্মিথ বলেছেন, ক্রিকেটের ꦡউন্নতির স্বার্থে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো উচিত আইসিসির। তিনি যোগ করেন, ‘আইসিসি কীভাবে প্রধান তিনটি দলকে মাথায় রেখে এরকম একটা কাঠামো তৈরি করতে পারে? আমার মনে হয় বিশ্ব ক্রিকেটের প্রয়োজন, একটা শক্তিশালী দক্ষিণ আফ্রিকার, একটা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের, আরও উন্নত শ্রীলঙ্কার। নাহলে আমরা ভবিষ্যতে শুধু ꦚতিনটি দেশকেই ক্রিকেট খেলতে দেখব’’