• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফ্রান্স ফুটবল কোচ

দায়িত্ব ছাড়ছেন দেশঁ, আলোচনায় জিদান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৩১ পিএম
দায়িত্ব ছাড়ছেন দেশঁ, আলোচনায় জিদান
দিদিয়ে দেশঁ ও জিনেদিন জিদান। ছবি : সংগৃহীত

জিনেদ♐িন জিদান। ফুဣটবল বিশ্বে অতি পরিচিত এক নাম। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। আচমকাই তিনি আলোচনায় এসেছেন।

আগামী বছরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসছে বিশ্বকাপ ফুটবল আসর। প্রতিযোগিতা শেষ হলেই দায়িত্ব ছা💮ড়তে চলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ। বুধবার সাংবাদিক সম্মেলনে নিজেই ঘোষণা করলেন তিনি। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, দেশঁ’র পরে ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান।

২০২৬ বিশ্বকাপের পরই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দেশঁ’র। চুক্তিবৃদ্ধিতে আগ্রহী নন বিশ্বকাপজয়ী কোচ। তিনি বলেন, ‘২০২৬ সালেই🍌 আমি দায়িত্ব থেকে অব্যাহতি নেব। আমার কাছে এই ঘটনা নিয়ে বেশি কিছু ভাবার 🌊নেই।’ আরও বলেন, ‘প্রথম দিন থেকে সমান ইচ্ছে এবং সাফল্যের সর্বোচ্চ খিদে নিয়ে দলকে চালনা করেছি। একটা সময় সকলকেই থামতে হয়। আমার মনে হয়েছে পরের বছরই থামার সেরা সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দল ফিফা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।’

প্রসঙ্গত, ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পরে তিনটি বড় মাপ𓆏ের প্রত꧅িযোগিতায় দেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। ২০১৬ সালে ইউরো কাপে রানার্সআপ হয় ফ্রান্স। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করেন দেশঁ। ২০২২ সালে কাতার বিশ্বকাপে রানার্সআপ হয় ফ্রান্স।

বিশ্বফুটবলে তৃতীয় ব্যক্তি হিসেবে কোচ এবং ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেশঁ’র দখলে। ১৯৯৮ সালে দেশের মাটিতে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফ্রান্স জাতীয় দলে সবচেয়ে বেশি সময় কোচিং করানোর নজিরও গড়েছেন ৫৬ বছℱর বয়সি দেশঁ।

ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো বলেছেন, ‘সবাই জানে যে ২০২৬ সালের বিশ্বকাপের পরেই চুক্তি শেষ হচ্ছে দেশঁ’র। ঘটনা হল, তিনি নিজেই আপাতত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও উৎসাহই দেখাননি।’ জল্পনা, দেশঁ’র পরে ফ্রান্সেরℱ কোচ কে হচ্ছেন সেটা নিয়েই। ফরাসি সংব🍬াদমাধ্যমের একাংশের দাবি, কিংবদন্তি জ়িদানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাই বেশি।

Link copied!