• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জন্মদিনে শ্রোতা-দর্শকদের আঁখির নতুন উপহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:৫৯ পিএম
জন্মদিনে শ্রোতা-দর্শকদের আঁখির নতুন উপহার
সংগীতশিল্পী আঁখি আলমগীর। ছবি: ফেসবুক থেকে

আঁখি আলমগীর। জনপ্রিয় সংগীতশিল্পী।  মঙ্গলবার (৭ জানুয়ারি) ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনে শ্রোতা-দর্শকদের উপহার দিলেন ♈নতুন গানচিত্র যার শিরোনাম ‘জানের জান’। 

বুধবার (৮ জানুয়ারি) রাতে রঙ্গন মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো গানচিত্রটি। এটি লিখেছেন জামাল হোসেন। সুর-সংগীত করেছেন পুণম মিত্𓃲র।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী ও শিশির সরদার। দেখা মিলেছে কণ্ঠশিল্পী আঁখিকেও।  
আঁখির জন্মদিন ৭ জানুয়ারি হলেও গানচিত্রটি প্রকাশ উপলক্ষে ৮ জানুয়ারꦕি সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় হয়েছে বর্ণাঢ্য আয়োজন। এতে ‘জানের জান’ সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন নকীব খান, সালমা, মুহিন, রাশেদ, মেহেদী সোহেল, নোলক বাবু, চয়নিকা চৌধুরী, অরুণ চৌধুরীসহ অনেকে।  

 

 

বিশেষ আয়োজনে এসে অনেকটাই আবেগাপ্লুত আঁখি। বললেন, ‘আমি জানতাম গানটি প্রকাশ উপলক্ষে ছোট্ট একটি আ🃏য়োজন হবে। এসে দেখি অনেক বড় আয়োজন। অনেক গুণী মানুষ এসেছেন। নিজেকে সোনায় সোহাগা মনে হচ্ছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত সবার প্রতি। আমার জন্য সবাই দোয়া⛎ করবেন। জন্মদিন উপলক্ষে আমাদের এই ছোট্ট উপহার আপনাদের জন্য।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের শুরুটা হয় বাবা কিংবদন্তি আলমগীরের হাত ধরে, সিনেমায় অভিনয়ের মাধ্যমে। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এরপর তার ক্যারিয়ার গড়ে ওঠে কণ্ঠশিল্পী হিসেবে। গত প্রায় তিন দশক ধরে এই শিল্পী অডিও🔯, সিনেমা, নাটকে ও মঞ্চে নিয়মিত গান গেয়ে চলেছেন।

Link copied!