• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পার্বতী দেবী হিসেবে প্রথম লুক প্রকাশ কাজলের, কী বললেন নেটিজেনরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১২:১৮ পিএম
পার্বতী দেবী হিসেবে প্রথম লুক প্রকাশ কাজলের, কী বললেন নেটিজেনরা
কাজল আগরওয়াল। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি একটি মিথোলজিক্যাল ড্রামা ‌‘কান্নাপ্পা’ শিরোনামের ছবিতে অভিনয় করেছেন। এ ছবিতে তাকে দেখা যাবে পার্বতী দেবীℱর চরিত্রে। এ চরিত্রটির প্রথম লুক প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ হওয়ার পর নেটিজেনদেরဣ নজর কেড়েছে।

কাজল আগ🦹রওয়াল তার ꦓচরিত্র পার্বতী দেবী হিসেবে প্রথম লুক প্রকাশ করার সঙ্গে সঙ্গে একটি নোটও শেয়ার করেছেন, যেখানে দেবী পার্বতীর মহিমা সম্পর্কে লেখা ছিল, ‘তিনটি জগতের অধিপতি মা! ত্রিশক্তি, যারা তাদের ভক্তদের রক্ষা করেন! পবিত্র শ্রী কালাহস্তি মন্দিরে বাস করেন জ্ঞান প্রসুনাম্বিকা!” পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, “একটি স্বপ্নের চরিত্র! ২০২৫ শুরু করছি এই পবিত্র চরিত্রে।’

বড় বাজেটে শিবভক্ত কান্নাপ্পার কিংবদন্তি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এতে কানাপ্পার চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মঞ্চু। এতে আরও অভিনয় করেছেন মোহন বাবু, আর. শরৎকুমার, অর্পিত রাঙ্কা, কꦉৌশল মান্দা, রাহুল মাধব, দেবরাজ, মুকেশ রিশি, ব্রাহ্মানন্দাম, রাঘু বাবু, প্রীতি মুখুন্দন এবং মাধুসহ অনেকে।

ছবিতে অক্ষয় কুমার হাজির হবেন শিবের চরিত্রে। এর মধ্য দিয়েই তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে অক্ষয়ের। সেই সঙ্গে কাজল আগরওয়াল এক💯 দশকের বেশি সময় পর অক্ষয় কুমারের সঙ্গে আবারও পর্দায় একত্রিত হচ্ছেন ‘কানাপ্পা’ ছবি দিয়ে। এর আগে তারা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০১৩ সালের ‘স্পেশাল চব্বিশ’ ছবিতে।

এ ছাড়া সিনেমাটিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হবেন মোহনলাল ও প্রভাসও। ছবির সংগীত পরিচালনা করেছেন স্টি🐻ফেন দেবাসি, চিত্রগ্রহণ করেছেন শেলডন চৌ এবং সম্পাদনা করেছেন অ্যান্থনি। মুকেশ কুমার সিং পরিচালিত সিনেমাটি ২৫ এপ্রিল মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত।

Link copied!