চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন শুক্রবার (১০ জানুয়ারি)। এই নিয়ে বেশ জমজমাট হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের 🔴ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন।
এদিকে নির্বাচন ঘিরে জমজমাট এফডিসি। নির্বাচনে ‘যদি আপনাদের রায় পাই, চলচ্চিত্রকে জাগাতে চাই’ স্লোগানে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং ‘পাশে আছি-পাশে ছিলাম, পাশেই থাকব’ স্লোগানে শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন💞 কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান।
নির্বাচনে মোট ভোটার ৩♌৯১ জন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। চলচ্চ💦িত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটিতে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ।