• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্ট্রেলিয়ান ওপেন

বারেজের আশা ভঙ্গ করে তৃতীয় রাউন্ডে গফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৪:৫৯ পিএম
বারেজের আশা ভঙ্গ করে তৃতীয় রাউন্ডে গফ
অ্যাকশনে কোকো গফ। ছবি : সংগৃহীত

ব্রিটেনের সাত নম্বর নারী টেনিস তারকা জোডি বারেজ বেশ ভালোই ল♛ড়াই করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কোকো গফের বিরুদ্ধে। তবে তৃতীয় বাছাই গফের বিপক্ষে শেষ পর্যন্ত টিকতে ꦉপারেননি ২৫ বছর বয়সী বারেজ। 

বছরের প্রথম গ্রান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শুরুর ম্যাচে ভালোভাবেই জয়ী হন বারেজ। স্বপ্ন ছিল শিরোপা না জিতলেও উপরে উঠবেন। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছে বা♓রেজের।  

হেরে হতাশ জোডি বারেজ। ছবি : সংগৃহীত

ব🧸ারেজ রড ল্যাভার অ্যারেনায় বুধবার রাতের সেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের গফের বিপক্ষে তীব্র লড়াই শেষে ৩-৬ ও ৫-৭ সেটে হেরে হেছেন। 

বিশ্বের ১৭৩তম স্থানে থাকা বারেজ প্রথম সেটে সহজেই পরাজিত হন। কিন্তু দ্বিতীয় সেটে দারুণ লড়াই করে এক পর্যায়ে ৫-৩ পয়েন্টে এগিয়ে ছিলেন। তখন গফ নিজেও হারের আশঙ্কায় পড়ে যান। তবে গফ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কঠিন পরিশ্রম করে শেষ পর্যন্ত বারেজের বাঁ🍷ধা টপকাতে সক্ষম হন। দ্বিতীয় সেটে টাইব্রেকে জয়লাভ করে তৃতীয় রাউন্ডে উঠে যান ২০ বছরের তরুণী গফ।  

গত বছর🦩 প্রায় ছয় মাস ইনজুরির কারণে বিশ্রামে থাকার পর খুব একটা অনুশীলন করতে পারেনসি বারেজ। তবে ꧒বারেজ মেলবোর্নের প্রথম রাউন্ডে ফরাসি কোয়ালিফায়ার লিওলিয়া জিনজিনের বিরুদ্ধে জিতেছিলেন বেশ ভালো খেলে। যদিও ২০২৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন গফের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বারেজকে।

 

 

Link copied!