মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ধজী মোহাম্মাদীয়া হাফেজিয়া ༒মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে🗹 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ১৮০জন শিক্ষর্থী ও অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করেন ডাসার উপজেলা নির্বাহী ক♓র্মকর্তা (ইউএনꦐও) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
এর আগে তিনি কাজীবাকাই গুচ্ছ গ্🌃রামে ও কমলাপুর মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ও রাস্তার পাশে থাকা ফুটপাথের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন ক💦র্মকর্তা মো. হাফিজুর রহমান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মাত🐼ুব্বর, ইউনিয়ন সচিব মো. লিটন হোসেন, ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আমিনুল ইসলাম, ধজী মোহাম্মাদীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. জামাল উদ্দিন, ডাসার উপজেলা জামায়াত ইসলামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।