• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লালমনিরহাটে আজহারীর মাহফিলের জন্য প্রস্তুত চার মাঠ


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৮:১৮ পিএম
লালমনিরহাটে আজহারীর মাহফিলের জন্য প্রস্তুত চার মাঠ

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহম🐎ান আজহা🀅রীর মাহফিলকে ঘিরে লালমনিরহাটে ১০ লাখ মানুষের সমাগমের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হয়েছে।

জেলা শহরেﷺর সবচ𝕴েয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে থাকবে মূল মঞ্চ। এছাড়া পুরুষদের জন্য পাশ্ববর্তী কালেক্টরেট মাঠ ও পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্টেডিয়াম মাঠ। সকল মাঠেই থাকবে প্রজেক্টরের ব্যবস্থা।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে ঐতিহ꧂াসিক এই মাহফিল আগামী শনিবার (১৮ জানুয়ারি) জোহরের নামাজ শেষে বয়ান পেশ করবেন মিজানুর রহমান আজহারী।

এদিকে মাহফিল ঘিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব🐓্যবস্থা। মোতায়েন থাকবে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ মাহফ♌িল আয়োজকদের স্বেচ্ছাসেবক টিম।

আয়োজক কমিটি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজ♕ানুর রহমান আজহারী। গত ৫ আগস্ট দেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন মিজানুর রহমান আজহারী। এরপর দেশের মানুষের ꦇআগ্রহে বিভিন্ন স্থানে মাহফিল শুরু করেছেন তিনি।

জানা যায়, দীর্ঘꦡ কয়েক যুগ পর লালমনিরহাটের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ববরেণ্য কোনো মোফাসির। গত ২৮ বছর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল করেন বিশ্বনন্দিত ইসলামি বক্তা ও জামায়াত নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইনꦬ সাঈদী। এই দীর্ঘ সময় পর বিশ্ববরেণ্য স্কলারের আগমন ঘিরে আনন্দিত ইসলামপ্রিয় মানুষ।

সরেজমিন জানা যায়, ঐতিহাসিক এ মাহফিল সফল করতে মঞ্চ প্রস♊্তুতের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করেছেন আয়োজকরা। এছাড়া সকল ধরনের প্রস𝐆্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে।

বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব෴ দেওয়া হয়েছে। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশপাশের এলাকা।

নিরাপত্তায় থাকবে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য। থাকꦛবে র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল। সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্য। এছাড়াও আয়োজক কমিটির নিজস্ব স্বেচ✱্ছাসেবক থাকবেন প্রায় ৫ হাজার। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে পুরো শহর।

ইসলামিক অ্যাকাডে🧔মির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএ🧸নপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আয়োজক কমিটির সদস্য ইমাম রাশেদুল ইসলাম লিজু বলেন, “মূল প্যান্ডেলের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পা✱শাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাস🌼েবক প্রস্তুত রয়েছে। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে।”

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, “মাহফিꦛল সফল করতে সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা থাকবে।”

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মাহফিল🧸ে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫ হাজার। তিনি মাহফিলে নারীদের স্বর্ণের অলংকার সঙ্গে না আনার আহ্বান জানান।

Link copied!