• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঢাকায় ‘পদাতিক’ দেখার সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:৪১ পিএম
ঢাকায় ‘পদাতিক’ দেখার সুযোগ
‘পদাতিক’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ভারতꦬের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় বায়োপিক ‘পদাতিক’। সৃজিত মুখার্জীর পরিচালনায় এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ🌳্চল চৌধুরী।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 🍨গেল ১৫ আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পায় ‘পদাতিক’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির কথা ছিলো। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেটা সম্ভব হয়নি।

তবে ঢাকার দর্শ꧅কদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে সৃজিত মুখার্জীর এই⭕ ছবিটি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে।

উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘඣরের মূল মিলনায়তনে বিনামূল্যে ‘পদাতিক’ দেখতে পারবেন দর্শক। উৎসব কর্তৃপকౠ্ষ জানিয়েছেন, ছবি শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। উপস্থিত থাকতে পারেন নির্মাতা সৃজিতসহ সিনেমার কলাকুশলীরা।

‘পদাতিক’-এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় 𓆏করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

চরত্রটি নিয়ে আগে চঞ্চল চৌধুরী বলেন, মৃণাল সেনের জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে এ ছবিতে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি। সৃজিত মুখার্জি গবেষণা ও যত্ন নিয়ে ছবিটি করেছেন। আমার মন⛄ে হয় এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।

Link copied!