উত্তম কুমার, বাংলা সিনেমার মহানায়ক। তিনি বহু মানুষের জীবনের অনুপ্রের🐻ণা। কথা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের। ঝুলিতে তার একের পর এক হিট সিনেমা। কিন্তু জানেন কি? মাত্র কয়েক মিনিট দেরি করার জন্য শুটিং ফ্লোর থেকে ✤বের করে দেওয়া হয়েছিল নায়ককে। শুধু তাই নয় সেই সিনেমা থেকেও বাদ গিয়েছিলেন নায়ক। সুপারস্টারের সঙ্গেও এমনটা হতে পারে? এটা কেউ হয়ত ভাবতেই পারবেন না। কিন্তু এমনটাই ঘটেছিল।
এ যুগে ফ্লোরে তারকাদের দে🔯রি করে আসা এমন কিছু বড় ব্যাপার নয়। এমন অনেক সময়ই হয় গোটা ফ্লোর অপেক্ষায় রয়েছে। এদিকে, নায়ক নায়িকারা নির্ধারিত সময়ের অনেকক্ষণ পরে এসে পৌঁছাচ্ছেন শুটিংয়ে। কিন্তু সে⛦ই যুগে এমনটা কোনো পরিচালক বরদাস্ত করতেন না। তাই তো মাশুল দিতে হয়েছিল উত্তম কুমারকে।
তখন শিল্পী সংসদের সভাপতি উত্তমকুমার। সম্পাদক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়। 🍨তিনি যেমন একদিকে অভিনেতা ছ꧃িলেন, সেই সঙ্গে ছিলেন পরিচালক এবং প্রযোজকও। সেই সময় ‘ঢুলি’ সিনেমা তৈরি করছিলেন তিনি। যে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল উত্তম কুমারের। কথা মতো সব কিছুই তৈরি ছিল। শুটিং শুরু হবে। যে সময় ছিল কল টাইম।
মহানায়ক ফ্লোরে পৌঁছান ঠিক পাঁচ মিনিট পরে। ব্যস তাতেই ভয়ংকর কাণ্ড। নায়ককে তাৎক্ষণিক বাদ দিয়ে দেন পরিচালক অর্ধেন্দু। তার পরিবর্তে অভিনয় করেছিলেন প্রশান্ত কুমার। যদিও এই প্রথম নয়, আগেও একবার এমনই এক ঘটনা ঘটেছিল নাকি। শুটিংয়ে আসতে দেরি করেছিলেন নায়ক। রেগে গিয়ে ফ্লোর ছেড়ে বেরিয়ে যান সুচিত্রা সেন। তবে সিনেমা থেকে বাদ পড়ার কারণে, অর্ধেন🌌্দু-উত্তমের সম্পর্কে প্রভাব পড়েছিল এমনটা শোনা যায় না।