রাজনৈতিক কারণে পা❀কিস্তানে ক্রিকেট দল পাঠায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। শুনতে অবাক লাগলেও এটা সত্য যে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তান সফরে যাবে ক্রিকেট উপলক্ষেই।
ফেব্রুয়া🌺রী মাসের ১৯ তারিখ পাকিস্তান আয়োজিত চꦏ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসর মাঠে গড়াবে। যেখানে অবশ্য ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে।
💯এরআগে ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারী পাকিস্তানে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ💎্ঠানে উপস্থিত থাকবেন আসরের সকল দলের অধিনায়ক। তাদের সঙ্গে যোগ দিতে পাকিস্তান সফরে যাবে রোহিত।
ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারী বাংলাদেশের বিপক্ষে। সেটা অন😼ুষ্ঠ♎িত হবে আরব আমিরাতের মাটিতে।
বিশ্বের শীর্ষ স্থ𝐆ানীಞয় আটটি দল অংশ নেবে এই আইসিসির মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে।