এমনিতেই তো আর বলা হয়না, বাংলাদেশের বিপিএল বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া টি-টোয়েন্টি আসর। হয়তো রহস্যজনক কোনো কারণে ভারতের আইপিএলে বাংলাদেশের কোনো তারকাকে💦ই দলে নেয়নি, তাই বলে তো আর লাল-সবুজের প্রতিনিধিদের চাহিদা কমে যায়নি। পাকিস্তানের পিসিএলে দল পেয়েছেন বাংলাদেশের তিন তারকা। এবার দেখা গেল একটি বিশেষ বিষয়ে আইপিএলকে টেক্কা দিচ্ছে বিপিএল।
টিকিট নিয়ে হানাহানি, ভাঙচুরসহ একাধিক বিতর্ক নিয়ে শুরু হয় বিপিএল। ꩲকিন্তু মাঠের ক্রিকেটে দেখা গিয়েছে বিপুল দর্শক। টি-টোয়েন্টির প্রাণ রান। আর সেটাই এবারের আসরে দেখা গেল পুরোদমে।
বিপিএলের এগারো আসরের মাঝে এবারেই উদ্বোধনী দিনে রান উঠেছে ৭০০ এর বেশি। ꦉপ্রথম দিনের রানের উৎসব যে আকস্মিক ছিল না তার প্রমাণ মেলে আসরের পরবর্তী দিনগুলোতে। এখন পর্যন্ত এবারের বিপিএলে হয়েছে ২০ ম্যাচ। তাতে ৪০ ইনিংসে ৮ বারই পার হয়েছে দলীয় ২০০ রান। যার অর্থ, প্রতি ꦫ৫ ইনিংসে একটি করে ২০০ ছাড়ানো দলীয় সংগ্রহ দেখা গিয়েছে এবারে।
চলতি বিপিএলে ম্যাচপ্রতি গড়ে ১৭ এর বেশি ছয়෴ দেখা গিয়েছে। এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ ঘরোয়া আসরে হয়েছে ৩৪২ ছক্কা। ম্যাচপ্রতি ছক্কা ১৭ দশমিক ১। আর এই সংখ্যাটা টেক্কা দিচ্ছে আইপিএলের গত আসরের সঙ্গে। ২০২৪ আইপিএলের ৭৪ ম্যাচে ছিল ১ হাজার ২৬০ ছয়ের মার। যার অর্থ, ম্যাচপ্রতি ছিল ১৭ দশমিক ০৭২ ছক্কা। তবে ২০২৩ আইপিএলে একেকটি ম♈্যাচে ছিল ১৫ টি ছক্কা।
বলের হিসেবেও আইপিএল থেকে খুব একটা পিছিয়ে নেই এবারের বিপিএল🐠। ২০২৪ আইপিএলে প্রতি ১৩ বলে ১টি করে ছক্কা দেখা গিয়েছিল। আর এবারের বিপিএলে ১৩ দশমিক ৩৩ বলে একেকটি ছক্কা দেখেছেন দর্শকরা।
চারের ক্ষেত্রে অবশ্য একটু পিছিয়েꩲই আছে বিপিএল। ২০ ম্যাচে এবারের বিপিএল দেখেছে ৫৭১টি চারের মার। ম্যাচপ্রতি হয়েছে ২৮টির বেশি চার। আইপিএলে ২০২৪ সালে ৭৪ ম্যাচে গড়ে হয়েছে ২৯ দশমিক ৩৭টি বাউন্ডারি। অবশ্য পাকিস্তানের পিএসএল আরও খানিক এগিয়ে। পিএসএলে গত আসরে প্রতি ম্যাচে হয়েছিল ৩০টির বেশি চার।
এমনকি চার ও ছক্কার এই হিসেবে চলমান এসএ টোয়েন্টিকেও ছাড়িꦍয়ে গিয়েছে বিপিএল। কদিন আগেই ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম এবং লিটন দাস মিলে করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপ। এক আসরে বিপিএไলে সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছিল ২০১৯ আসরে। আর এবারে ২০ ম্যাচেই দেখা মিলেছে ৫ সেঞ্চুরির।